কুপিয়ে গাড়ী ছিনতাইয়ে ঘটনায় তানজিল আটক, পলাতক ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে অটো চালকের চোখে গুল ছিটিয়ে ও এলোপাথারী ভাবে কুপিয়ে অটো ছিনতাইয়ের সময় স্থানীয় জনতা তানজিল (২০) নামে এক ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করলেও পালিয়ে গেছে আরো দুই যাত্রীবেশী ছিনতাইকারি। স্থানীয় এলাকাবাসী আহত অটোচালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

আটককৃত ছিনতাইকারি তানজিল সুদূর মাদারিপুর জেলার শিবচর থানার বাহাদুরপুর ভেংচর এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে সে বন্দর রাজবাড়ী এলাকার সোহাগ মিয়ার বাড়ী ভাড়াটিয়া বলে জানা গেছে। সে সাথে  পালিয়ে যাওয়া ছিনতাইকারিরা হলো বন্দর শাহীমসজিদস্থ চাঁন মিয়ার বাড়ী ভাড়াটিয়া মৃত আহাম্মদ মিয়ার ছেলে অটো ছিনতাইকারি শাহ আলম (২৩) ও বন্দর বৌ বাজার এলাকার সুজন মিয়ার ছেলে সাকিব (২০)। গত ৪ঠা ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টায় বন্দর উপজেলর কলাগাছিয়া ইউনিয়নের নরপর্দী এলাকায় এ ঘটনাটি ঘটে।  অটো ছিনতাই ঘটনার সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি জঙ্গলে মধ্যে পরিতক্ত অবস্থায় ছিনতাইকৃত অটোগাড়ীটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপরে আহত অটো চালকের বড় ভাই সোহেল মিয়া বাদী হয়ে আটককৃত ছিনতাইকারি তানজিল ও পলাতক দুই ছিনতাইকারি শাহ আলম ও সাকিবকে আসামী করে বন্দর থনায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫(১২)২১ ধারা- ৩৯৪ পেনাল কাড ১৮৬০।

মামলার তদন্তকারি কর্মকর্তা মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক মহসিন গনমাধ্যমকে জানান, প্রতিদিনের ন্যায় গত ৪ ডিসেম্বর শনিবার সকালে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর তালতলা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে অটোচালক আনিছ (৩০) জিবিকার তগিদে অটোগাড়ী নিয়ে তালতলা অটো গ্যরেজ থেকে বের হয়। পরে অটো চালক আনিছ যাত্রী নিয়ে সাবদী এলাকায় আসলে ওই সময়  বন্দর রাজবাড়ী সোহাগ মিয়র ভাড়াটিয়া সালাউদ্দিন মিয়ার ছেলে যাত্রীবেশী ছিনতাইকারি তানিজল বন্দর শাহীমসজিদ এলাকার মৃত আহাম্মদ মিয়া ছেলে অপর ছিনতাইকারি শাহ আলম ও বন্দর বৌবাজার এলাকার সুজন মিয়ার ছেলে সাকিব একরামপুর যাওয়া কথা বলে তার অটোগাড়ীতে উঠে। পরে রাত সাড়ে ৭টা সময় অটোগাড়ীটি কলাগাছিয়া ইউনিয়নের নরর্পদি এলকায় আসলে ওই সময় যাত্রীবেশী ছিনতাইকারি তানজিল প্রসাব করার জন্য অটোগাড়ী থেকে নেমে পরে। সাথে সাথে অপর ছিনতাইকারি সকিব অটোচালক আনিছের চোখে গুল ছিটিয়ে তানজিল ও সাকিব অটোচালক আনিছের সাথে দস্তাদস্তি করে। ওই সময় অপর ছিনতাইকারি শাহ আলম ধারালো অস্ত্র দিয়ে অটোচালককে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় অটোচালকের চিৎকারর শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রত ঘটনাস্থলে এসে যাত্রীবেশী ছিনতাইকারি তানজিলকে আটক করতে সক্ষম হলেও অপর দুই ছিনতইকারি শাহ আলম ও সাকিব অটোগাড়ীটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে ছিনতাইকারিরা প্রান রক্ষার্থে অটোগাড়ীটি কান্দিপাড়া একটি জঙ্গলে ভিতরে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

add-content

আরও খবর

পঠিত