কিস্তি আদায় বন্ধের দাবিতে বন্দরে বিক্ষোভ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : লকডাউনের মধ্য কিস্তি আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বন্দরে কর্মহীন সিএনজি চালকরা। আজ ২৪ই জুন বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ বটতলা এলাকা  এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বন্দর ১নং খেয়াঘাট সিএনজি শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, আমরা অসহায় কর্মজিবী মানুষ। এমনিতে খাবার জুটেনা। এক দিন কাজে না গেলে ওই দিন না খেয়ে থাকতে হয়। লকডাউনের কারনে আমরা কর্মহীন হয়ে পরেছি। তার মধ্যে কিস্তি ওয়ালারা  বাড়ীতে এসে ঘন্টার পর ঘন্টা বসে থেকে বাড়ী জিনিসপত্র বিক্রি করে কিস্তি আদায় করে নিয়ে যাচ্ছে। কাজ না করলে খামু কি । কিস্তি দিমু কিভাবে আপনারা বলেন। লকডাউনের মধ্যে কিস্তি আদায় বন্ধ না রাখলে আমাদের মরন ছাড়া কোন পথ নেই। প্রশাসনের কাছে আমাদের দাবি করোনা পরিস্থিতি  স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল পর্যায়ে কিস্তি আদায় বন্ধ রাখতে হবে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিএনজি শ্রমিক সোহেল, জাকির, কবির, শিপন প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত