নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে কিশোর গ্যাং, বখাটে দমনে ও আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য মহড়া দিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ২৩শে মে সোমবার রাত ৮টা থেকে ফতুল্লা মডেল থানা এলাকায় মহড়ার মাধ্যমে এই সচেতনতা কার্যক্রম চালানো হয়। একইসঙ্গে অপরাধীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পুলিশের মোটরসাইকেল ও পিকআপ ভ্যানসহ সাইরেন বাজিয়ে পাড়া মহল্লার অলি গলিতে এই মহড়া দেওয়া হয়। এসময় হাতে হ্যান্ড মাইক নিয়ে পুলিশের কর্মকর্তারা কিশোর গ্যাং, বখাটে মাদক দমনে কড়া হুঁশিয়ারি প্রদান করেন।
এছাড়া রাত ১০টায় ফতুল্লা ইসদাইর রাবেয়া উচ্চ বিদ্যালয় এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশ মহড়া চালায়। এ সময় পুলিশ পিকআপভ্যানের সাইরেন শুনে স্থানীয়দের মাঝে শান্তির সুবাতাস বয়ে যাওয়ার পাশাপাশি সড়কগুলো মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান ও ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিয়াজুল হক দিপুর নেতৃত্বে ১০টিরও বেশি মোটরসাইকেল ও দুটি পিকআপ ভ্যান নিয়ে ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গা মোড়, ইসদাইর বুড়ির দোকান, ইসদাইর নতুন রাস্তা, শিয়াচর তক্কার মাঠ, ব্যাংক কলোনী, রেলস্টেশন, কিতাব নগরসহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে মহড়া দেওয়া হয়।
এ সময় প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি ও রাতে মোড়ে মোড়ে অহেতুক আড্ডা বন্ধে এবং কিশোরদের প্রতি নজর দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে হ্যান্ড মাইকে সতর্কতামূলক বক্তব্য দেন ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু।
এ ছাড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। তিনি যেই হোন না কেন, অপরাধ করে কেউ পার পেয়ে যাবেন না। যে কোনো অপরাধের জন্ম হলে, ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।