নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং দৈনিক অগ্রবানি পত্রিকার নির্বাহী সম্পাদক মো.রাশিদ চৌধুরী। আজ ১৩ই এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮টায় মাসদাইর হয়ে বোয়ালিয়া খাল সড়কে আসার সময় ভূঁইয়ারবাগ এলাকার কাছে এ ঘটনা ঘটে। পরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে রাশিদের পিতা স্বপন চৌধুরী হাসপাতালে আসে। তবে সন্তানের অবস্থা দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। বর্তমানে তার পিতাও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।এ বিষয়ে কথা হলে সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত লিংকন জানান, রাশিদের অবস্থা গুরুতর। অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। রাশিদ জানিয়েছে কিশোর গ্যাং এর বুইট্টা মাসুদ, শান্তসহ কয়েকজন তাকে পথরোধ করে ছুড়ি দিয়ে আঘাত করেছে। রাশিদ জানিয়েছে, বিভিন্ন পত্রিকায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিউজ করায় তার সাথে মিলে রশিদ সংবাদ প্রকাশ করেছে। সেই জের ধরে অতর্কিত হামলা চালানো হয়েছে। তার সাথে জসিম নামে অপর একজনকেও ছুরিকাঘাত করা হয়েছে।