নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে কিছু ডা: যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। যারা আওয়ামীলীগের মাঝে বিভাজন সৃষ্টি করেছে। তবে দীর্ঘ ২০ বছর পর আজ নারায়ণগঞ্জের আওয়ামীলীগ একত্রিত হতে পেরেছি। তবে এই ঐক্য নির্বাচনে জয় লাভের জন্যে নয়, এই ঐক্য এম.পি হওয়ার জন্যে নয়, এই ঐক্য নারায়ণগঞ্জের আওয়ামীলীগের ঐতিহ্য ফিরিয়ে আনার ঐক্য। রবিবার ৩১ জুলাই বিকালে শহরের ডিআইটি মসজিদের সামনের সড়কে অনুষ্ঠিত মহানগর শ্রমিকলীগের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেন।
মহানগর শ্রমিকলীগ সভাপতি কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী আমির হোসনে আমু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, হাবিবুর রহমান সিরাজ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন আহাম্মেদ বাবুল।
অভিষেক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদ, ঘাতক দালাল র্নিমূল কমিটির জেলা সভাপতি সদস্য চন্দন শীল,আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-নিজাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মো: রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, মহানগর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, শহর যুবলীগের সভাপতি শাহদাৎ হোসেন সাজনু, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ১৩ নং আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, ওর্য়াড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতি, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী, দপ্তর সম্পাদক নান্নু সহ ছাত্রলীগ যুবলীগ ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা।