নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : বাংলাদেশের ক্রীড়াঙ্গণের কিংবদন্তী খেলোয়ার সাবেক জাতীয় ফুটবল তারকা আবাহনী লিমিটেডের অধিনায়ক মোনেম মুন্নাকে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে সতীর্থ ফুটবলাররা। দীর্ঘ ১২ বছরেরর সেই সতীর্থকে শ্রদ্ধা জানাতে রোববার সকাল ১০টায় সমবেত হন মরহুমের কবরে। শুরুতেই তারা শোক র্যালিতে অংশগ্রহ করেন। পরে কবর জিয়ারত করে মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ বিশেষ দোয়ায় শরীক হন। এরপর ফুলেল শ্রদ্ধায় সিক্ত করেন তাদের অকাল প্রয়ান হওয়া তারকা খেলোয়াড় মোনেম মুন্নাকে। আগত খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন আবাহনী লিমিটেডের অন্যতম খেলোয়াড় জাকির হোসেন,শহীদ হোসেন স্বপন,বঙ্গবীর সংসদের সভাপতি আজমতউল্লাহ খন্দকার জাতীয় ফুটবলার নিলু,পিলু,ইসহাক,গোলাম গাউস,হুমায়ুন কবির, গিয়াসউদ্দিন, মরহুমের অনুজ মকবুল হোসেন রতনসহ আরো অনেকে। মরহুম মোনেম মুন্নার অপরাপর ছোটভাই আজিমুল হোসেন বিদ্যুতের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোনেম মুন্না স্মৃতি সংসদের প্রধাণ উপদেষ্টা আলহাজ¦ চান মিয়া,সভাপতি আতিক আহম্মেদ সিদ্দিকী,সহ-সভাপতি আসলাম সরকার,ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম,সদস্য কাজী শাহিন,সালাউদ্দিন আহমেদ,মিঠু,আবু,উজ্জল,সুমন,এস এ রানা,মাসুদ সরদার,আবদুর রব অন্তু,শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবের সদস্য মোঃ জাকির হোসেন,মুকুল,মোঃ স্বপন প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন জামেয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাাসার শিক্ষক হাফেজ মোঃ সেলিম। পরিশেষে উপস্থিত মুসল্লীদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। এছাড়া বাদ মাগরিব মোনেম মুন্না স্মৃতি সংসদের কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।