নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার শেষ নবী হযরত মোহাম্মাদ (সাঃ)। আর কাদিয়ানীরা তা বিশ্বাস করে না। তারা এক বন্ড নবী দাবি দার। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের নবীকে শেষ নবী মানেন। এই নারায়ণগঞ্জের মাটি ও মানুষের কিংবদন্তী নেতা শামীম ওসমান সাহেবও আমার নবীকে শেষ নবী মানেন। ওখানে এরা কারা? ওরা কে, যারা রসূলকে শেষ নবী মানেো। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নগরীর জামতলা এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর মহাসম্মেলনে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মুসলমান আমরা সবাই যদি রাজ পথে নামি তাহলে কুথ্যাত বন্ড নবী দাবি দার সে বঙ্গপোসাগরে ভেসে যাবে। কাদিয়ানীরা আমাদের নবী মুহাম্মদ (স:) কে শেষ নবী হিসেবে মানে না। তাই তারা কাফের। তাদেরকে মুসলমান বলা যাবে না। তাই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর আমীর মুফতি ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরীর সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইখুল ইসলাম ক্বারী হাফেজ তৈয়্যব সিদ্দিকী আল কোরাইশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমদাদুল আব্বাসী জৈনপুরী, এহসান উল্লাহ আব্বাসী জৈনপুরী, বিটিভির আলোচক ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ড. সৈয়দ হাসান আল আজহারীসহ আলেম ওলামাবৃন্দ।