নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সারকে নিয়ে গতকাল প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকায় অপপ্রচার চালানোর কারণে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন।
গতকাল গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, আব্দুল্লাহ আল কায়সার কোন পরিবারের সন্তান একটু ইতিহাস নেড়েচেড়ে দেখুন। আজীবন যারা দলের জন্য কাজ করেছেন, যারা দলের দুঃসময়েই দল ত্যাগ করেননি তেমনি একটি পরিবারের সন্তান আমাদের কায়সার ভাই। যিনি প্রতিপক্ষ শক্তিশালী প্রার্থীকে পরাজিত করে নৌকাকে বিজয়ী করার মাধ্যমে বাংলাদেশ আ’লীগকে না’গঞ্জ-৩ আসনটি পুনরুদ্ধার করে দিয়ে এ অঞ্চলে আ’লীগের মান রেখেছিলেন। অথচ তার বিরুদ্ধেই আজ নানা প্রকার অপপ্রচার চালানো হচ্ছে। তার বাড়ির কেয়ারটেকার নাসিরকে জড়িয়ে নানাপ্রকার মিথ্যে ও বানোয়াট খবর প্রকাশ করে তার মানহানী করার অপচেষ্টা চালানো হচ্ছে। খবরে উল্লেখ করা হয় কায়সার ভাই নাকি তার বাড়ির কেয়ারটেকারকে ১০ মাস ধরে বেতন দেননা। যা অসত্য ও মনগড়া বক্তব্য বলে আমরা মনে করি। কারণ আমাদের জানা মতে কায়সার ভাই তার বাড়ির কেয়ারটেকারকে বেতনের বাইরেও বিভিন্ন সময় অর্থ সহায়তা করে থাকেন। যারা এই অপপ্রচার চালাচ্ছেন তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এ ধরণের নীচু কাজ করছেন বলে আমরা মনে করি। আমি তাদের এ ধরণের কাজের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। তার পাশাপাশি তাদের আহবান জানাব আপনারা পিছন থেকে কলকাঠি না নেড়ে ভোটের মাঠে এসে নিজেদের যোগ্যতা যাচাই করুন। আর এ ধরণের অপপ্রচারে আপনাদের নীচুতা প্রকাশ পাবে। পক্ষান্তরে আব্দুল্লাহ আল কায়সার ভাইয়ের কোন ক্ষতিই হবেনা।
তাই জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি এবং সঠিক তথ্য তুলে ধরার আহবান জানাচ্ছি।