নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কাশিপুর ৪নং ওর্য়াড কুমুদিনি পাউয়ার হাউজ থেকে হাটখোলা মোড় পর্যন্ত সড়কের বেহাল অবস্থায় পরিণত হয়েছে। জনসাধারনের চলাচলে রাস্তাগুলো দীর্ঘদিন যাবৎ মেরামত না করায় খানাখন্দের সাথে বাড়ছে জনমনে ক্ষোভ। প্রতিদিনই গাড়ি চলাচল ও হাঁটা-চলা করতে মারাত্মক ব্যঘাত ঘটছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচরী ও যাত্রী সাধারণের।
সরেজমিনে দেখা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিনই হাজারো গাড়ি চলাচল করে। এই সড়ক দিয়ে সহজেই চাষাড়া থেকে বাপ্পী চত্বর, কুমুদিনি পাউয়ার হাউজ হয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত যাতায়াত করা যায়। তবে পথি মধ্যে কুমুদিনি পাওয়ার হাউজ থেকে কাশিপুর হাটখোলা মোড় পর্যন্ত পুরো সড়কজুড়ে ভাঙা, গর্ত হওয়ার কারনে অল্প বৃষ্টি কিংবা বাসা বাড়ির পানি এসে জমলে শুষ্ক মৌসুমেও সেই সড়ক দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পরে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মোবারক শাহ বলেন, বৃষ্টি হোক বা না হোক এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয়। শুষ্ক মৌসুমেও গাড়ি চলাচলের ফলে ধুলা-বালি দিয়ে পুরো এলাকা কুয়াশার মতো হয়ে যায়, বৃষ্টি হলে তো পেক-কাদাঁ দিয়ে রাস্তা ভরে থাকে। আর সেই রাস্তা গুলোর উপর দিয়ে গাড়ি ও অটো-রিক্সা গুলো প্রতিযোগিতা মূলক চলাচলের কারনে গায়ে কাদাঁ পানি ছিটা আসে।
কাশিপুর হাটখোলা স্কুলের ছাত্রী তাসলিমা খানম বলেন, প্রতিদিনই এই সড়ক দিয়ে স্কুলে যেতে হয়, যাওয়ার পথে সড়কটির বেহাল দশা হওয়ায় চলাচলে আমাদের অনেক কষ্ট হয়। সকালে যখন স্কুলে যাই তখন অটো রিক্সা তাড়াতাড়ি চলাচলের কারনে গায়ে কাদার পানি ছিটা আসে আর সেটা নিয়ে স্কুলে যেতে হয়। আর ময়লা পানি জমে থাকায় স্কুলের সাদা পোশাকে লাগলে তা প্রতিদিনই ধুতে হয়।
এই বিষয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল জানান, আমাদের কাজ শুরু হয়ে গেছে। ফরাজিকান্দার কাজ শেষ করেই কাশিপুর হাটখোলা মোড় থেকে শুরু করে পাউয়ারহাউজ পর্যন্ত যতটুকু রাস্তা আছে পুরো রাস্তাই ঠিক করা হবে।