কাল নারায়ণগঞ্জে আসছেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আগামীকাল সোমবার আসছেন পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্র সংসদ, কলেজ শাখা ছাত্রলীগ তথা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকছেন আল-নাহিয়ান খাঁন জয় সভাপতি (ভারপ্রাপ্ত) বাংলাদেশ ছাত্রলীগ, লেখক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাংলাদেশ ছাত্রলীগসহ আরো অনেকে।

এদিকে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রসংসদের সাবেক ভিপি আমির হোসেন বলেন, মন্ত্রী মহোদয়ের আগমনকে ঘিরে কলেজের ছাত্র সংসদ ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নানা কর্মসূচি গ্রহণ করেছেন। অভিষেক ও নবীনবরণকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাবেত হবেন। সভাস্থলের আশপাশের বিভিন্ন এলাকা এরই মধ্যে নেতাকর্মীদের ছবি সংবলিত তুরুণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

add-content

আরও খবর

পঠিত