নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান সহ ব্যবসায়ী সংগঠন গুলোর সহযোগীতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মাণাধীন দৃষ্টি নন্দন মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা। কার্যালয়ের সম্মুখে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের পাশে নিজস্ব উদ্যোগে এ দৃষ্টি নন্দন মসজিদ ‘কালেক্টর মসজিদ’ ও ‘ঐতিহ্য নারায়ণগঞ্জ’ নামের একটি ভাস্কর্য নির্মাণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। যার মূল উদ্যোক্ত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।
নিজের বিদায়ের মাত্র কয়েক ঘণ্টা পূর্বে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা এ মসজিদের ভিত্তি প্রস্তার স্থাপন করেন। ইতোমধ্যে মসজিদটির নির্মাণ করা শুরু হয়েছে। মসজিদটি নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে কোটি টাকার উপরে।
এর আগে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা মসজিদটি নির্মাণের জন্য নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠন গুলোর সহযোগীতা কামনা করলে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ ও সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে মোট ২৮ লাখ টাকা প্রদান করা হয় এবং বাকি অর্থ দিয়ে সহযোগীতা করেন নারায়ণগঞ্জের অন্যান্য গার্মেন্ট ব্যবসায়ীরা।
উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, সদর উপজেলার নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) আফরোজ আক্তার চৌধুরী সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এরপূর্বে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, তার কার্যালয়ে সহকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের শুভেচ্ছা উপহার প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রত্যেকটি ৩টি করে ১০০ টাকা মূল্যে প্রাইজবন্ড উপহার হিসেবে প্রদান করা হয়।