কার্গো ভেসেল ওনার্স নির্বাচনে না.গঞ্জে ইকবাল-নুরুলের প্রচারণা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সকল সম্মানিত কার্গো জাহাজ মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় নগরীর পালকি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী নুর উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শুভাড্যা ইউনিয়নের চেয়ারম্যান ও বিসিভোয়া (বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন) এর সভাপতি হাজী মো. ইকবাল হোসেন। শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক  মো. সোহাগের সার্বিক ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিসিভোয়ার সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী।

স্বাগত বক্তব্যে কার্গো জাহাজ ব্যবসায়ী নারায়ণগঞ্জের কৃতি সন্তান সোহাগ বলেন, করোনার মতো দুর্যোগকালীণ সময়ে যখন মানুষ ঘর থেকে বের হতে পারতো না। যখন পণ্য নিয়ে সড়কে গাড়ি চলাচল সীমিত ছিলো, তখন নদীপথে আমরা কার্গো ব্যবসায়ীরা পণ্য আনা নেয়া করতাম। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন’র দক্ষ নেতৃত্বের কারণে আমরা কঠিন পরিস্থিতিতেও সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে সমগ্র দেশে পণ্য সরবরাহ স্বাভাবিক রেখেছি।

তিনি বলেন, একটি চক্র সর্বদা বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সফলতাকে বুলুণ্ঠিত করতে চায়। কার্গো জাহাজের যে সিরিয়াল আছে, চক্রান্তের মাধ্যমে, হামলা-মামলার মাধ্যমে তা ধ্বংশ করতে চায়। আমি আশা করি, আগামীতে এই প্যানেল জয়লাভ করলে নারায়ণগঞ্জে বিসিভোয়ার একটি অফিস হবে। বক্তারা বলেন, জাহাজ মালিকদের স্বার্থ বাঁচাতে হলে, এই সেক্টর বাঁচাতে হলে ইকবাল-নুরুল হক প্যানেলের কোনো বিকল্প নাই। তাই আমরা এই প্যানেলের হয়ে নির্বাচন করছি। সেক্টরের কথা চিন্তা করে পূর্ণাঙ্গ প্যানেলকে ভোট দিয়ে জয়জুক্ত করার আহবান জানান তারা।

বক্তারা আরও বলেন, এই পরিষদের প্রতি আহবান রইলো, নির্বাচনে জয়লাভ করলে জাহাজ মালিকরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে, ব্যবসাটা যাতে টিকে থাকে সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। একইসাথে ভোটারদের প্রতি আহবান এই প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. ইকবাল হোসেন বলেন, আমরা নির্বাচনে জয়ী হয়ে জাহাজ ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবো। তাই সকল ভোটারদের প্রতি আহবান থাকবে, আমাদের পূর্ণ প্যানেলকে জয়ী করবেন। আর যারা ভোটার নয়, তাদের দোয়া প্রার্থনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, কার্গো জাহাজ ব্যবসায়ী কাজী আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কামাল, কাজী করিম, ইঞ্জি: বোরহান উদ্দিন সরকার, আলহাজ্ব দেলোয়ার হোসেন, মতিন তালুকদার, সোহাগ, আলী হোসাইন, সুলতান উদ্দিন নান্নু।

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন নির্বাচনে ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদের সম্ভাব্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদপ্রার্থী কামাল, সহ-সভাপতি হামরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মজুমদার, জি এম সারোয়ার, আইন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী কাজী করিম, এম এ বাতেন, ইঞ্জি: বোরহান, আলহাজ্ব দেলোয়ার হোসেন, সদস্য মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, লিয়াকত হোসেন লিমন, মহসিন হাওলাদার, রেজাউল করিম রেজা, মতিন তালুকদার, রাশেদ, সোহাগ, ইয়াকুব আকন্দ, আলী হোসাইন।

add-content

আরও খবর

পঠিত