নারায়ণগঞ্জ বার্তা ২৪(স্টাফ রিপোর্টার) :নারায়ণগঞ্জ জেলা কারাগারের “রিজিলিয়ান্স গার্মেন্টস ইন্ডাস্ট্রি ” থেকে ১ম তৈরিকৃত শীত বস্ত্র বন্দিদের মাঝে বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারি সোমবার সকাল ১০টায় কারাগারে আটক গরীব, দুস্থ এবং অসহায় বন্দিদের মাঝে শীত বস্ত্র প্রদান করেন জেল সুপার সুভাষ কুমার ঘোষ। এ শীতবস্ত্রগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি রিজিলিয়ান্সে কর্মরত বন্দিগনই প্রস্তুত করেছেন।
শীত বস্ত্র পেয়ে বন্দিরা অনেক আনন্দিত। এ বস্ত্রে শীতের কষ্ট লাঘব হওয়ায় তারা কারাকর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই উদ্যোগকে তারা স্বাগত জানান এবং রিজিলিয়ান্সের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি জেলার আব্দুস সেলিম, ফার্মাসিস্ট আবু তালেব ও সর্বপ্রধান কারারক্ষি জিন্নত আলীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন।