নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কাভার্ডভ্যানে ফেন্সিডিল পাচারকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে তল্লাশী চৌকি বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় কাভার্ডভ্যান চালকের পিছনের সিটের নীচে একটি ব্যাগে থাকা ১৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব সদস্যরা। মাদক পাচারের কাজে ব্যবহৃত ওই কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো-ট ১১-৩২৩২) এবং ২ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতাকৃতরা হলো, ফেনী জেলার দাগন ভূইয়া থানার সুজাতপুর এলাকায় মো. ইকবাল হোসেন (২৬) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দামপাড়া এলাকায় মো. মোবারক আলীর (২৫)।
মঙ্গবার বিকেলে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং কাভার্ড ভ্যানে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।