কাঞ্চন পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ চলছে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চলছে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ভোট। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে ৯টায় এ ভোট শুরু হয়। সকালে বেশকিছু ভোট কেন্দ্রে দেখা যায় ভোটারদের স্বত:স্ফূর্ত উপস্থিতি রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

সহকারী রির্টানিং অফিসার মাহবুবুল আলম জানান, নির্বাচনী সুষ্ঠু করার লক্ষে কাঞ্চন পৌরসভার প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নির্বাচনে কেউ অপ্রীতিকর কোন ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৬শ ৭৫ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১শ ৮৫ আর আর মহিলা ভোটার ১৭ হাজার ৫শ জন।

এবার কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন দলীয় প্রতীকে, তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম রফিক নৌকা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র ও কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আবুল বাশার বাদশা নারিকেল গাছ, সাবেক মেয়র ও কাঞ্চন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া জগ এবং একেএম আমিরুল ইসলাম মোবাইলফোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

অপরদিকে এ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/ প্রতিষ্ঠান/ সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন সাধারণ ছুটি রয়েছে।

add-content

আরও খবর

পঠিত