নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে বেসরকারীভাবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বিজয়ী হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও কাঞ্চন পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি নৌকা প্রতিক নিয়ে মোট ১৬ হাজার ৫৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান মেয়র ও কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক দেওয়ান আবুল বাশার বাদশা নারিকেল গাছ প্রতিক নিয়ে ৬ হাজার ৬৪৭ ভোট পেয়েছেন।
এছাড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. পনির হোসেন, ২নং ওয়ার্ডে মো. হোসেন মিয়া, ৩নং ওয়ার্ডে মাইনুদ্দিন, ৪নং ওয়ার্ডে জামাল হোসেন, ৫নং ওয়ার্ডে আবুনাঈম, ৬ নং ওয়ার্ডে মফিকুল ইসলাম খান, ৭নং ওয়ার্ডে রোকন মিয়া, ৮নং ওয়ার্ডে আইয়ুব হোসেন খান ও ৯নং ওয়ার্ডে আমজাদ হোসেন ভুট্রু ও সংরক্ষিত কাউন্সিলর পদে সামসুন্নাহার চৌধুরী, সাফিয়া আক্তার ডলি ও মিনারা বাবুল বিজয়ী হয়েছেন।
স্থাণীয়রা জানান, পাকিস্থান শাসনামল থেকেই বিগত ৬৫ বছর যাবত কাঞ্চন ইউনিয়ন ও পৌরসভায় স্থাণীয় ভূইয়া ও দেওয়ান পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে জনপ্রতিনিধি হয়ে আসছিলেন। পরিবারতন্ত্রের রাজনীতিতে বন্দি স্থানীয় বাসিন্দাদের ভাগ্যন্নোয়ন হয়নি। রাজধানীর উপকন্ঠের কাঞ্চন পৌরসভাবাসী ছিলেন অবহেলিত। ৬৫ বছরের বঞ্চনার প্রতিফলনে পৌরসভা বাসী ইতিহাস ভেঙ্গে দিয়ে রফিকুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করে তাদের নতুন অভিভাবক নির্বাচিত করেছেন।