কাচঁপুরে গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ): ঢাকা চট্রগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।কাচঁপুর হাইওয়ে থানার এসআই আব্দুল আলিম জানান,সোমবার বিকেল আনুমানিক ৪ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্রগ্রাম গামী লেনে সোনারগাঁও থানাধীন কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের বিপরিত পাশে এক মটরসাইকেলে ৩ জন যাওয়ার পথে অজ্ঞাত গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন(২৮) পিতা:হেলাল উদ্দিন, গ্রাম:বরৈইবাড়ী, থানা:সোনারগাঁও, জেলা : নারায়ণগঞ্জ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে  ।

তার সাথে থাকা ২ আরোহী একই উপজেলার নয়াপুর কাঠালিয়া পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রুপম (২০) ও খোকন সরকারের ছেলে খলিল (২১)কে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।ঘটনাস্থল থেকে দূর্ঘটনায় কবলিত মটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে কিন্তু ঘাতক গাড়ীটি আটক করা সম্ভব হয়নি।

add-content

আরও খবর

পঠিত