কাউ‌ন্সিলর ম‌তি ও সিরাজ অনুসারী‌সহ দুইশতা‌ধি‌কের বিরু‌দ্ধে মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব বাদী হয়ে গত ৩ আগস্ট সোমবার রাতে ৩৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০০/২৫০ জনের বিরুদ্ধে মামলাটি করে।

মামলায় বিস্ফোরক ও পুলিশের কর্তব্য কাজের বাধাদানের অভিযোগ আনা হয়েছে। আসামী করা হয়েছে কাউন্সিলর মতিউর রহমান মতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডলের অনুসারীদের।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ইশতিয়াক আসফাক রাসেল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৮ জনের নামে মামলা হয়েছে। তবে অজ্ঞাত আরও দুই-আড়াইশ জনকে আসামী করা হয়েছে। সংঘর্ষের সময় আটকদের এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরো জানান, ৪ঠা আগস্ট মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে

ঊল্লেখ্য,  এর আগে গত ২ আগস্ট রবিবার রাতে আদমজী রেললাইন এলাকায় একাধিক মামলার আসামী আক্তার হোসেন ওরফে পানি আক্তার ও শাকিল নামে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে এ ঘটনার জের ধরে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। আক্তার হোসেন ওরফে পানি আক্তার সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতিরসহযোগী অন্যদিকে শাকিল নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী।

বিষয়টি নিয়ে নাসিক প্যানেল মেয়র-২ ও থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির কার্যালয়ে দুই পক্ষকে ডেকে এ সংঘর্ষের বিচার করেন কাউন্সিলর মতিউর রহমান মতি। এ সময় মতিউররহমান মতি তার লোকদের পক্ষ নিয়ে অপর পক্ষকে দোষারূপ করে বিচার করেছেন। এ অভিযোগ এনে সিরাজ মন্ডল গ্রুপের সহযোগীরা প্রতিবাদ করতে থাকে।

এ সময় প্যানেল মেয়র মতিউর রহমান ও তার সেকেন্ড ইন কমান্ড বিএনপি থেকে আওয়ামলীগে যোগদান করা আশরাফের নির্দেশে মতিউর রহমানের সহযোগী পানি আক্তার গ্রুপের সদস্যরা চাপাতি, হকিস্টিক, রামদা, লোহার রড নিয়ে হামলা চালায় সিরাজমন্ডল গ্রুপের লোকদের উপর।

এতে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয় গ্রুপরে সংঘর্ষে আইনুল,সোহেল, কুট্টি, আমির, আহসানউল্লাহ, হৃদয়, সবুজ, আরিফ, আসাদুল, বেগম, আসিফ, হৃদয়, ইব্রাহীম, সবুজ ও রাসেলসহ ২০ জন আহত হয়েছে।

গুরুতর আহতদেরকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকীদের সাধারণ চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ সিরাজমন্ডলের বড়ভাই জেলা আওয়ামীলীগ সদস্য মুজিবর মন্ডলসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

add-content

আরও খবর

পঠিত