কাউন্সিলর মতি করোনায় আক্রান্ত, দোয়া কামনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্যানেল মেয়র-২, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি করোনার টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ১০ মার্চ তিনি করোনার টিকা গ্রহণ করেন।

নাসিক প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি মুঠোফোনে জানান, গত ১০মার্চ করোনার টিকা নেয়ার একদিন পর থেকেই শর্দি ও জ্বরে আক্রান্ত হন। সাধারণ জ্বর, ঠান্ডা মনে করে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ১৯ই মার্চ শুক্রবার করোনা পরীক্ষা করান তিনি। ২০ই মার্চ শনিবার পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এদিন দুপুরে তিনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শরীর অনেক দূর্বল বলে তিনি জানান।

এছাড়াও ডাক্তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। সেগুলোর রিপোর্ট আসলে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানা যাবে। এ সময় প্যানেল মেয়র মতি তার শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, ২০২০ সালে যখন বাংলাদেশে করোনার তান্ডব শুরু হয় তখন প্যানেল মেয়র মতি তার ওয়ার্ডসহ আশেপাশের এলাকায় বিভিন্ন রকম কর্মকান্ড পালন করেন। মানুষকে সচেতন করা, অসহায়দের মাঝে খাবার বিতরন, নগদ অর্থ প্রদানসহ নানারকম মানবিক কার্যক্রম পালন করেন তিনি। এছাড়াও মৃতের সত্কারের জন্য ছিলো আলাদা একটি টিম।

add-content

আরও খবর

পঠিত