নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ২৪ পিস ভেজাল ঘিয়ের কৌটাসহ মো. মামুন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিতাইগঞ্জ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর সহযোগিতায় ওই ব্যক্তিতে আটক করা হয়।
এ বিষয়ে কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, গত ৩-৪ মাস যাবৎ একটি চক্র প্রাণ কোম্পানির লোগো লাগানো ভেজাল ঘি বিক্রি করে আসছিল। আশেপাশের দোকানীরা প্রাণ কোম্পানির যে ঘি ৮৩০ টাকায় ক্রয় করেন, সেই একই লোগো লাগানো ভেজাল ঘি চক্রটি বিক্রি করেছে ৪৫০ টাকায়। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ দোকানীরা। এ বিষযে দোকানীরা আমাকে অবহিত করে এবং ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়। এদিকে প্রাণ কোম্পানির লোকেরাও আমাকে এ বিষয়ে জানিয়েছে। সে অনুযায়ী আমি প্রাণ কোম্পানির লোকদের সাথে নিয়ে কৌশলে মুঠোফোনে ঘি কেনার কথা বলে ওই ব্যক্তিকে ডেকে আনি। এরপর সদর থানায় খবর দিয়ে আটক ভেজাল ঘি বিক্রেতাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ নিয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল বলেন, আমরা মামুন নামে একজনকে আটক করেছি। সে একজন সেলসম্যান। তাঁর মালিককে ডেকে এনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।