কাউন্সিলর বাবুর ঈদ উপহারে ১২ হাজার পরিবারে হা‌সি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের ১২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। ৩০শে এপ্রিল শনিবার দুপুরে ১৭ নং ওয়াডের পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, নয়াপাড়াসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর বাবুর ছেলে ও এসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম আর কে রিয়েনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, কাউন্সিলর আব্দুল করিম বাবুর নিজ এলাকাসহ পাশ্ববর্তী এলাকার লোকজন যাতে ঘরে বসেই স্বস্তিতে ঈদ উল ফিতর উদযাপন করতে পারে সেজন্য তার ব্যক্তিগত তহবিল থেকে এই ঈদ খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন তিনি। এর আগে ২০২০ সালে মহামারি করোনা দূর্যোগ মোকাবেলায় তার ওয়ার্ড এলাকায় খাদ্য, অর্থ সহায়তা প্রদান এবং প্রতি ঈদেই তিনি মানুষের খাদ্য সামগ্রী উপহার প্রদান করে থাকেন।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, প্রতি বছরের মতো এইবারও আমরা ১৭ নং ওয়ার্ড বাসীদের মাঝে ঈদ সামগ্রী দিতে পেরে খুবই আনন্দিত। মানুষকে সেবা করার মাঝে আনন্দ পাওয়া যায়। আমি আমার মায়ের নির্দেশে দীর্ঘ সময় ধরে মানুষের সেবা করে আসছি। আমার জন্য দোয়া করবেন আমি যাতে সব সময় মানুষের সেবায় কাজ লাগতে পারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুয়োগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ উন্নয়নের সাথে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আজ প্রয়াত জননেতা নাসিম ওসমান মৃত্যুবার্ষিকীতে তাকে (নাসিম ওসমানকে) শ্রদ্ধাভরে স্মরণ করছি। নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা দোয়া চাচ্ছি। এছাড়া নারায়ণগঞ্জ ৫ আসনের বর্তমান এমপি সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান সহ তার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। তাছাড়া সবাই যেন শন্তিপূর্নভাবে ও স্বস্তিতে ঈদ উল ফিতর উদযাপন করতে পারে আল্লাহ এর কাছে এই কামনাই করছি।

এসময় সমাজের বিত্তবান প্রতি আহবান জানিয়ে কাউন্সিলর বাবু বলেন, আসুন সমাজের বিত্তবানরা বছরের অন্তত ২টি ঈদে হলেও অসহায় ও দুস্থ মানুষের সেবা এগিয়ে আসি। তাদের পাশে দাঁড়াই, অর্থ কিংবা খাদ্যই হোক আমাদের সকলের যা কিছুই সামথ্য আছে তা নিয়ে তাদের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

এসময় এসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম আর কে রিয়েন বলেন, প্রায় ১৩-১৪ বছর যাবত এই ১৭ নং ওয়ার্ডের জনগণের পাশে থেকে তাদের সেবা করার সুযোগ পেয়েছি। তাই প্রতি বছরের ন্যায় এ বছরেরও আমরা ১২ হাজার পরিবারে নিকট ঈদ সামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।

সেই সাথে তিনি আরো বলেন, আজ নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব নাসিম ওসমানে মৃত্যুবার্ষিকী তাই তার জন্য আপনারা সকলেই কাছে দোয়া প্রার্থনা করছি।

add-content

আরও খবর

পঠিত