নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খান মাসুদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত। ১০ই ডিসেম্বর শুক্রবার বাদ আসর হাফেজীবাগ এলাকাবাসীর আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে কাউন্সিলর পদপ্রার্থী খান মাসুদ বলেন, আমার কখনো নির্বাচন করার ইচ্ছে ছিল না। মানুষকে আমি নিজের সাধ্যমত সেবা দিয়ে যাবো। কিন্তু এই করোনাকালীন সময়ে অসহায় মানুষদের সেবা করতে গিয়ে বুঝেছি আসলেও জনপ্রতিনিধি হলে মানুষকে প্রকৃত ভাবে সেবা দেয়া যায়। আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি শুধু আমার মা বোনদের মূখে হাসি ফুটানো জন্য। আপনাদের সুখে দুখে পাশে থেকে সেবা করার জন্য।
তিনি আরও বলেন, আপনারা আমাকে একটি করে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি পাঁচটি বছর আপনাদের সেবা দিয়ে যাবো। আর যাকে ভালবেসে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন সে কতটুকু করেছে তা হাফেজীবাগ এলাকার মানুষ জানেন। আমাকে একটি বার সুযোগ দেন আপনাদের সেবা করার।
এলাকাবাসীর উদ্দেশ্যে খান মাসুদ বলেন, আপনাদের চাওয়া পাওয়া যতটুকু আছে ইনশা আল্লাহ আমি কাউন্সিলর নির্বাচিত হলে আপনাদের আশা পূরণ করবো এবং এই এলাকায় সরকারি জায়গা দেখেন আমার যদি সম্পদও বিক্রি করতে হয় তাহলে খেলার মাঠ সহ যা যা দরকার করে দিবো।
উঠান বৈঠক অনুষ্ঠানে বন্দর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আলীর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাফেজীবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল খায়ের, লিয়াকত, আব্দুল বাতেন, রশিদ, বাবুল, হাবিবুল্লাহ কন্টাক্টর সহ স্থানীয়রা ব্যাক্তিবর্গরা।