নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, গণপিটুনীর ঘটনায় দায়েরকৃত মামলায় অনেকের নাম এসেছে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, অরাজকতা সৃষ্টি করবেন কাউকে ছাড় দেয়া হবে না। তবে, মামলায় নাম এসেছে এমন কোনো নির্দোষ ব্যক্তি যদি থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তাদেরকে মামলা থেকে বাদ দেবো। ২৯ জুলাই সোমবার বিকালে আড়াইজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে ফুটবল প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এমপি বাবু বনাম এসপি হারুন।
ফুটবল ম্যাচ মাঠে গড়ানোর আগে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মাদক ও জঙ্গীবাদ বিরোধী এবং গুজব প্রতিরোধে কমিউনিটি সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন এমপি নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এবং পুলিশ সুপার হারুন অর রশীদ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নারায়ণগঞ্জের সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে চায়। আজ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা এক যোগে কাজ করছেন। গুজবে কান দিয়ে কাউকে হত্যা করলে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জে গুজবে গণপিটুনির কয়েকটি ঘটনা ঘটেছে, একজন মারা গেছেন। আমরা তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করার পাশাপাশি ১৬ জনকে গ্রেফতার করেছি।
ফুটবল ম্যাচটিকে এসময় এমপি নজরুল ইসলাম বাবু একাদশের অধিনায়কত্ব করেন এমপি বাবু এবং এসপি হারুন অর রশীদ একাদশের অধিনায়কত্ব করেন এসপি হারুন। খেলায় এমপি বাবু একাদশকে ৫-১ গোলে ধরাশায়ী করে এই প্রীতি ফুটবল ম্যাচের শিরোপা নেন এসপি হারুন একাদশ। এসপি একাদলের পক্ষে হারুন অর রশীদ একটি, কনস্টেবল সন্দীপ ও বাদল দুইটি করে গোল করেন। অপরদিকে এমপি একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন মামুন।