নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, উন্নয়নের দিকদিয়ে আমরা অনেক পিছিয়ে আছি ।আমাদের পিছিয়ে থাকার জন্য মূলত দায়ী হচ্ছেন আমাদের সাবেক জন প্রতিনিধিরা । তবে আমরা আর পিছিয়ে থাকব না কারণ প্রধানমন্ত্রী আমাদের দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের মাধ্যমে এদেশের অগ্রগতি হয়েছে অনেক । প্রধানমন্ত্রীর ইচ্ছে এইদেশ কে অধুনিকায়ন করা । আরতাই আমিও চাই আমাদের সোনারগাঁ উপজেলা কে আধুনীক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে । এরজন্য প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ হওয়া । দলমত র্নিবিশেষে সকল বেদাবেদ ভূলে হাতেহাত ও কাঁদেকাঁদ মিলিয়ে কাজ করতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায়ধীন কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় একটি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন ও উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী দক্ষিন পাড়া খালের উপর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উল্লেখিত কথা বলেন।
চেঙ্গাইন ও নানাখী দক্ষিন পাড়া দুই এলাকায় দুটি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি আরো বলেন,সোনারগাঁয়ের থেকে অনেক এগিয়ে প্রত্যেকটি বাঁশ ও কাঠের তৈরী সাঁকোর তালিকা প্রস্তুত করে আমি ওইস্থলে ব্রীজ ও কালভার্ট নির্মাণের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছি। আল্লাহর অশেষ রহমতে আশাকরি অল্প কিছু দিনের মধ্যেই সোনারগাঁওকে সাঁকো মুক্ত করা সম্ভব। তিনি বলেন, সোনারগাঁও যেমন আমার, ঠিক তেমনি আপনাদেরও। কাজেই গোটা সোনারগাঁওকে নিজের মনে করে এর উন্নয়ণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার বিকেলে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় একটি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন জাতীয়পার্টির থানা কমিটির সভাপতি সুলতান খাঁন , জাতীয় যুবসংহতির নেতা মবির রহমান খোকা , আলহাজ্ব লুৎফর রহমান তোতা ,ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আবু নাঈম ইকবাল , রিপন ভূঁইয়া সহ বেশকয়েকজন ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।
এরপর নানাখী দক্ষিন পাড়া এলাকার ব্রীজ উদ্ধোধন করেন এবং মতবিনিময় সভায় যোগদেন সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, শেখ রুহুল আমীন, কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, মোতালিব হোসেন মেম্বার, উপজেলা জাতীয় পার্টির সমন্বয় কমিটির সদস্য মেরাজুল ইসলাম রিপন প্রমুখ।