কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে ৯ জঙ্গী নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ঢাকা ডেস্ক )  : রাজধানী ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে মোট ১১টি গ্রেনেড ছোড়ে জঙ্গীরা। এরমধ্যে একটি গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। ২৬ জুলাই মঙ্গলবার দুপুরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মো. মনিরুল ইসলাম এই তথ্য সূত্র মতে জানা যায়। গোলাগুলিতে ৯ জঙ্গী নিহত, ১ জঙ্গি গুলিবিদ্ধসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

মনিরুল ইসলাম সংবাদ কর্মীদের জানিয়েছেন, আস্তানা হতে ৪ হতে ৫ কেজি বিস্ফোরক, ৪টি পিস্তল, ২১ রাউন্ড গুলি, ১টি তলোয়ার, ৩টি অটোমেটিক ছুরি, ৭টি ছোট ছুরি সহ বেশ কিছু আইএস লেখা কালো কাপড় পাওয়া গেছে। তার আগে, সোমবার দিবাগত রাত ১টার কিছু পর কল্যাণপুরের ৫ নম্বর রোডের জাহাজ বিল্ডিং নামের ৫ তলা বাড়িটিতে জঙ্গী-বিরোধী অভিযান শুরু করে পুলিশ। তখন বাড়ির তিনতলা পর্যন্ত ওঠার পর পাঁচতলা হতে দুই যুবক নেমে এসে গুলি চালালে এক পুলিশ কর্মকর্তার হাতে গুলি লাগে। একই সাথে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেলও নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালালে হাসান নামে এক জঙ্গী আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রাত প্রায় সাড়ে ৩টা পর্যন্ত পুলিশের সাথে জঙ্গীদের গুলি বিনিময় চলে। পরে সম্পূর্ণ এলাকাটি ঘিরে রেখে ভোরে সোয়াত, পুলিশ, র‌্যাব এবং ডিবি যৌথভাবে অভিযান পরিচালনা করে।

সকাল ৭ টায় স্টর্ম-টোয়েন্টি সিক্স নামের এই অভিযান শেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি ) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান জানান, ভোর ৫টা ৫১ মিনিটে কল্যাণপুরের জাহাজ বিল্ডিং নামের ঐ বাড়িটিতে অভিযান শুরু করে সোয়াত, ‌র‌্যাব, পুলিশ এবং গোয়েন্দা পুলিশ ( ডিবি )। তখন তাদের সঙ্গে গোলাগুলিতে ৯ জঙ্গী নিহত হয়। এক জঙ্গি গুলিবিদ্ধসহ দুই জনকে আটক করা হয় ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত