কলম ধর জীবন গড়, মাদক ছাড়ো খেলা ধর- শ্লোগানে ওসি কাপ টুর্নামেন্টের উদ্ধোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : কলম ধর জীবন গড়, মাদক ছাড়ো খেলা ধর- এ  শ্লোাগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ওসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় সোনারগাঁয়ের ৫ শতাধিক যুবক ঐতিহাসিক আমিনপুর মাঠে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহন করেন। মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম।  শুক্রবার সকালে সোনারগাঁও পৌরসভার আমিনপুর মাঠে এ খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু।

প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহম্মেদ টিটু বলেন, মাদক ছেড়ে খেলাধুলায় আহবান করে এ খেলার আয়োজন করায় আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাই। মাদক শুধু একজন ব্যক্তিকেই ধবংস করে না ওই ব্যাক্তি পুরো পরিবার ধ্বংস করে দেয়। এ ধবংসের হাত থেকে রক্ষা পেতে মাদক ছেড়ে ভাল পথে আসতে হবে। তার জন্য দরকার খেলাধুলার। একজন যুবক যতক্ষন খেলাধুলায় মগ্ন থাকবে, ততক্ষন খারাপ কাজ থেকে সে বিরত থাকবে।

আয়োজক প্রতিষ্ঠান রওশন আরা ফারুক বিপুল ফাউন্ডেশনের চেয়ারম্যান সোনারগাঁও থানার ওসি শাহ্ মোঃ মঞ্জুর কাদের জানান, উপজেলার তরুন ও যুব সমাজকে মাদকের নেশা থেকে ফিরিয়ে সুস্থ বিনোদনের জন্য খেলাধূলার প্রতি আকৃষ্ট করতে এই টুর্নামেন্টের আয়োজন। এ টুর্ণামেন্ট মাদকাসক্ত অনেক যুবক খেলার প্রতি মনোনিবেশ হবে ও মাদকের ভয়াবহতা নিয়ে যে প্রচার-প্রচারনা হবে তা জানতে পারবে। এছাড়াও এ টুর্ণামেন্টের মাধ্যমে আর্ন্তজাতিক মানের অনেক ক্রিকেট খেলোয়ার তৈরী হবে। তিনি আরও জানান, সোনারগাঁওয়ে এধরনের ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্ণামেন্ট এটাই প্রথম।

রওশন আরা ফারুক ফাউন্ডেশনের উদ্যোগে এ টুনামেন্টে ১২টি দল অংশগ্রহন করবেন। উদ্ধোধনী টুনামেন্টে সোনারগাঁও পৌরসভা একাদলকে ১৪৮ রানে পরাজিত করে রওশন আরা ফারুক ফাউন্ডেশন জয়ী হয়। খেলার শুরুতে রওশন আরা ফারুক ফাউন্ডেশন ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান করে। পরে ৩০৫ রানের টার্গেটে নেমে সোনারগাঁও পৌরসভা একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন জয়ী দলের মো: দিদার হোসেন। খেলা শেষে বিকেলে ম্যান অব দ্যা ম্যাচের হাতে ব্যাট উপহার দেন বিশেষ অতিথি নারায়নগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: মতিয়ার রহমান।

টুনামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার, সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান, আয়োজক সংগঠক রওশন আরা ফারুক ফাউন্ডেশনের পরিচালক সোনারগাঁও থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও কমিউটিটি পুলিশের সভাপতি গাজী মুজিবুর রহমান প্রমুখ। উৎসাহ উদ্দীপনায় বিপুল দর্শক এ উদ্ধোধনী ম্যাচে উপভোগ করেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত