কলকাতায় রসিক রত্ন জিতে নিল নারায়ণগঞ্জের রাশেদ

নারায়ণগঞ্জ বার্তা ( রিফাত ) : কলকাতার ডি আর আর স্টুডিওতে কমেডি শো মাতিয়ে জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেল এ কার্নিভালে জমকালো মেলার আয়োজনে মীরাক্কেলের ১০ম আসরের দ্বিতীয় পর্বেই  রসিক রত্ন সম্মাননা জিতে নিয়েছেন নারায়ণগঞ্জের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) থিয়েটার ডিপার্টমেন্টের ২০১৯-২০ সেশনের তরুন মেধাবী শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ।

রসিক রত্ন সম্মাননা পাওয়ায় ২১শে জানুয়ারি বৃহস্পতিবার সকালে রাশেদ এর অনুভুতি প্রসঙ্গে জানতে চাওয়ায় তিনি নারায়ণগঞ্জ বার্তার প্রতিবেদককে জানান, এটা আমার প্রথম রসিক রত্ন। অনুভুতি টা দারুন। আর তার চেয়ে বড় কথা পাউলি দাম ম্যামের আমি ফ্যান। তার কাছ থেকে এই সম্মান পাওয়া আরো বেশি আনন্দের। ইনশা-আল্লাহ, আরো অনেক রসিক রত্ন জয় করার সম্ভাবনা তৈরি হলো। আশা করি, সামনে আরো ভালো কিছু পারফরম্যান্স উপহার দিতে পারবো।

হাসতে কে না ভালোবাসে তবে হাসাতে ভালোবাসে কয়জন ! নিজের দ্বিতীয় পর্বেই রাশেদ সেই হাসির ফোয়ারা বইয়ে দিলেন বিচারকমন্ডলী থেকে শুরু করে দর্শকসারিতে সকলকেই। এমনকি তার উদ্যমী প্রতিভা ও অসাধারণ নৈপুণ্য ইতিমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে সারা বাংলাদেশে।

এদিকে, ভারতীয় বাংলার জনপ্রিয় টিভি চ্যানেল জি-বাংলার আয়োজনে মীরাক্কেল শো এর এবারের আসরের উপস্থাপনায় রয়েছেন সব সময়ের জনপ্রিয় ব্যক্তিত্ব মীর আফসার আলি। এবার প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন বলিউডসহ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী পাউলি দাম। অভিনেতা ও নায়ক সোহম চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। অনুষ্ঠানের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেল এর ১০ম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছেন রাশেদ। এবারের আসরের অন্যতম সেরা প্রতিযোগি হিসেবেও রয়েছেন সকলের পছন্দের তালিকায় তিনি।

তরুন কমেডিয়ান রাশেদ জানান, প্রথম ও দ্বিতীয় এপিসোড প্রচারের পর দর্শক, বন্ধু মহল, আত্বীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আর শুভেচ্ছা পেয়েছি। আশা করি, পুরোটা পথচলা তারা আমার সাথে থাকবেন এবং এভাবেই সব সময় অনুপ্রেরণা দিয়ে যাবেন । মীরাক্কেলের প্রতিবারের সিজনের মতোই এবারও যেন বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত লেগে থেকে বড় সফলতা নিয়ে আসতে পারেন, সেই কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাশেদ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় জালাল আহমেদ ও রাশিদা বেগম দম্পতির ঘরে আলোকিত করে জন্ম নেন আফনান আহমেদ রাশেদ। প্রতিভাবান ও মেধাবী  রাশেদের  শিক্ষা জীবন শুরু হয় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের মাধ্যমে, পরবর্তীতে  তিনি ফতুল্লা পাইলট স্কুল থেকে সুনামের সাথে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। তাছাড়া বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) থিয়েটার ডিপার্টমেন্টের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার সাথে আফনান আহমেদ রাশেদ সামাজিক ও  সাংস্কৃতিক  সংগঠন রাইজিং  বাংলাদেশ এর প্রধান নির্বাহী। এই সামাজিক ও  সাংস্কৃতিক  সংগঠন  রাইজিং  বাংলাদেশ দুরন্তপনায়, সামাজিক  দায়বদ্ধতা  থেকে  গড়ে তুলেন রাশেদ। এছাড়াও আফনান আহমেদ রাশেদ র্দীঘ বছর যাবৎ সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ডট কম এর রিপোর্টার হিসেবেও কাজ করেছেন।

মীরাক্কেলের প্রতিবারের সিজনের মতোই এবারও যেন বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত লেগে থেকে বড় সফলতা নিয়ে আসতে পারে নারায়ণগঞ্জের ছেলে আফনান আহমেদ রাশেদ সেই কামনায় নারায়ণগঞ্জ বার্তা এর প্রকাশক ও সম্পাদক : সৈয়দ সিফাত আল রহমান লিংকন, নারায়ণগঞ্জ বার্তা এর চীফ এডভাইজর : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান ও সহ-বার্তা সম্পাদক : সৈয়দ রিফাত আল রহমান সহ সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ডট কম পরিবারের পক্ষ থেকে আগামী দিনের সুন্দর পথচলায় রাশেদের জন্য শুভ কামনা ও অভিনন্দন রইলো।

add-content

আরও খবর

পঠিত