নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রিফাত ) : কলকাতার ডি আর আর স্টুডিওতে কমেডি শো মাতাচ্ছেন নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) থিয়েটার ডিপার্টমেন্টের ২০১৯-২০ সেশনের তরুন মেধাবী শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ। ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেল এর ১০ম আসরের মূল পর্বে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন রাশেদ। এবারের আসরের অন্যতম সেরা প্রতিযোগি হিসেবেও রয়েছেন সকলের পছন্দের তালিকায় তিনি।
তাছাড়া রাশেদের ছোট বেলা থেকেই কমেডি নিয়ে নেশা জন্মে যায়। এর আগে দেশে বেশ কয়েকটা কমেডি শো-এ অংশ নিয়ে সাড়া জাগিয়েছেন রাশেদ। মীরাক্কেল-১০ এর এবারের আসরে হট ফেবারিট রাশেদ সকলের প্রশংসায় পঞ্চমুখ। নারায়ণগঞ্জের বন্ধু মহল, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকলেই রাশেদের এই সাফল্যে উচ্ছ্বসিত।
অনুভূতি প্রকাশ করে রাশেদ জানান, কয়েক বছর আগে থেকে টুকটাক রম্য লেখালেখি শুরু করি। সেখান থেকে স্বপ্ন জাগে মীরাক্কেলের মতো বড় মঞ্চে নিজেকে দেখা। প্রথম যখন স্টেজ এর পেছন থেকে মীর দার কন্ঠে নিজের নাম টা শুনতে পাই, সে এক ভয়াবহ সুন্দর অনূভুতি। দীর্ঘদিনের স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে মীরাক্কেলে মঞ্চে নিজেকে দেখে সবচেয়ে সফল মনে হচ্ছে। আর আমাকে প্রথম থেকে সব চেয়ে বেশি অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন আমার মা।
তিনি আরো জানান, গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ ঢাকায় মীরাক্কেল টিম এর অডিশনের মাধ্যমে বাছাই করা হয়। শুভঙ্কর দার সামনে অডিশনে দিয়ে মীরাক্কেল এর মূল পর্বে জায়গা করে নেওয়া। রবিবার ছিলো আমার প্রথম পারফরম্যান্স। জানা গেছে যে, এবারের শো এর উপস্থাপনায় জনপ্রিয় ব্যক্তিত্ব মীর আফসার আলি। এবার প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন বলিউড সহ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী পাউলি দাম। অভিনেতা ও নায়ক সোহম চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ অনুষ্ঠানের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়।
স্ট্যান্ড আপ কমেডি নিয়ে বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে কি না জানতে চাইলে রাশেদ জানান, থিয়েটার শিক্ষার্থী আমি। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে যেহেতু এই বিষয়টার সম্পৃক্ততা রয়েছে, তাই এটি নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে। এছাড়াও বাংলাদেশে গত কয়েক বছরে কিছু তরুন স্ট্যান্ড আপ কমেডিয়ান তৈরি হয়েছেন, যারা মীরাক্কেলে পারফর্ম করেছেন। তাদের কাছ থেকেও আমি উৎসাহ পাই। আমার বিশ্ববিদ্যালয় জীবন মাত্র শুরু হয়েছে। যদি স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কাজ করে আমি আমার অদূর ভবিষ্যৎ দেখতে পাই, তবে এটি নিয়ে ক্যারিয়ার গড়ারও পরিকল্পনা রয়েছে।
দর্শকদের ভালোবাসা ও অনুপ্রেরণা প্রসঙ্গে তরুন কমেডিয়ান রাশেদ বলেন, প্রথম এপিসোড প্রচারের পর দর্শক, বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আর শুভেচ্ছা পাচ্ছি। আশা করি, পুরোটা পথচলা তারা আমার সাথে থাকবেন এবং এভাবেই অনুপ্রেরণা দিয়ে যাবেন। তাছাড়া ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত কমেডিয়ান হিসেবে পরিচিত পেতে চান তরুন এই কমেডিয়ান রাশেদ।
পরিবার থেকে সমর্থন কেমন জানতে চাইলে রাশেদ বলেন, আমার পরিবার থেকে আমি পূর্ণ সমর্থন পাচ্ছি। পরিবার আমার কাজে যথেষ্ট উৎসায় দেয়। মীরাক্কেলের প্রতিবারের সিজনের মতোই এবারও যেন বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত লেগে থেকে বড় সফলতা নিয়ে আসতে পারেন, সেই কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাশেদ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় জালাল আহমেদ ও রাশিদা বেগম দম্পতির ঘরে আলোকিত করে জন্ম নেন আফনান আহমেদ রাশেদ। প্রতিভাবান ও মেধাবী রাশেদের শিক্ষা জীবন শুরু হয় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের মাধ্যমে, পরবর্তীতে তিনি ফতুল্লা পাইলট স্কুল থেকে সুনামের সাথে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। তাছাড়া বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) থিয়েটার ডিপার্টমেন্টের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার সাথে আফনান আহমেদ রাশেদ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাইজিং বাংলাদেশ এর প্রধান নির্বাহী। এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাইজিং বাংলাদেশ দুরন্তপনায়, সামাজিক দায়বদ্ধতা থেকে গড়ে তুলেন রাশেদ। এছাড়াও আফনান আহমেদ রাশেদ র্দীঘ বছর যাবৎ সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর রিপোর্টার হিসেবেও কাজ করেছেন।
মীরাক্কেলের প্রতিবারের সিজনের মতোই এবারও যেন বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত লেগে থেকে বড় সফলতা নিয়ে আসতে পারে নারায়ণগঞ্জের ছেলে আফনান আহমেদ রাশেদ সেই কামনায় নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক ও সম্পাদক : সৈয়দ সিফাত আল রহমান লিংকন, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর চীফ এডভাইজর : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ রিফাত আল রহমান সহ সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম পরিবারের পক্ষ থেকে আগামী দিনের সুন্দর পথচলায় রাশেদের জন্য শুভ কামনা ও অভিনন্দন রইলো।