নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেছেন, যতদিন বেচে থাকব কাজের মাধ্যমেই বেচে থাকবো। মানুষ বেচে থাকে তার কর্মের মাধ্যমে, আমিও মানুষের মনে কর্মের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকতে চাই। ১০ ই জুলাই সোমবার সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থরের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্বাবধানে মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের ৭০লক্ষ ৫০হাজার টাকা ব্যয়ে চতুর্থ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। ভবনটির নির্মান কাজের দায়িত্ব পান মেসার্স চৈতী এন্টারপ্রাইজ। এছাড়াও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে হরিগঞ্জ খালের উপর একটি সেতুর শুভ উদ্বোধন করেছেন। তিনি হাড়িয়া ষোলপাড়া মসজিদ থেকে গাবতলী পর্যন্ত একটি সড়ক, হাড়িয়া বৈদ্যপাড়া পাকা রাস্তা থেকে হাড়িয়া পূর্বপাড়া পর্যন্ত একটি সড়ক, বৈদ্যেরবাজার পাইলট স্কুল থেকে ডা. আব্দুর রউফ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত একটি সড়ক এবং বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ দিঘিচাঁদপুর হয়ে হামছাদী পাগলা গাছতলা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সিসি ঢালাইকৃত মোট ৪টি সড়কের শুভ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম,উপজেলা প্রকৌশলী আলী হায়দার খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শীপলু, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রব, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলার ভাইস চেয়ারম্যান শাহ্ আলম রূপম, পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, কাঁচপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ ওমর,সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু , মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মতিউর রহমান সরকার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আফতাব উদ্দিন মোল্লা,লায়ন দ্বীন ইসলাম,মোহাম্মদ হযরত আলী,আবু বক্কর সিদ্দিক,মঞ্জুরুল ইসলাম মঞ্জু,নজরুল ইসলাম সরকার,জোহরা বেগম,শিক্ষক প্রতিনিধি ইসমাঈল হোসেন,রবিউল ইসলাম,তাসলিমা আক্তার।
এমপি লিয়াকত হোসেন খোকা আরও বলেন, আল্লাহ আমাকে সোনারগাঁয়ের উন্নয়ণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সেবামূলক রাজনীতিই আমার বৈশিষ্ট। জনগণকে সঙ্গে নিয়ে যাতে আমি মৃত্যু পর্যন্ত মানবসেবা করে যেতে পারি সেজন্য সকলে দোয়া করবেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইয়ুব আলী মেম্বার, সাধারণ সম্পাদক কামাল পারভেজ, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইমরান ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হাশেম, আলী আকবর চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, জাপা নেতা আব্দুল বাসেত মেম্বার, আব্দুল হামিদ মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, ইলিয়াছ আলী, শিব্বির আহম্মেদ দেওয়ান, লুৎফর রহমান তোতা, কামাল হোসেন বাদল, রমজান আলী, উপজেলা যুব সংহতি নেতা রুহুল আমীন মেম্বার, মহিউদ্দিন মেম্বার, ফিরোজ মেম্বার, মাইনুল ইসলাম মামুন, বুলবুল আহমেদ, শাহীন, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক সেকান্দার আলী, শফিকুল ইসলাম, সাইদুল ইসলামসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।