নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : মহামারী করোনার প্রাদুর্ভাবে অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন কুতুবপুর ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজ্বী মো. আবু তাহের মাদবর। ১৭ই জুলাই শনিবার রঘুনাথপুর আরাফাতনগর নেকবর মাদবর রোড এলাকায় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দীন আহম্মেদের দিক নির্দেশনায় মো. আবু তাহের মাদবরের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুতুবপুর ১নং ওয়ার্ড এর মেম্বার জিএম আমির হোসেন সাগর।
মো. আবু তাহের মাদবরের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মেম্বার জিএম আমির হোসেন সাগর বলেন, সমাজের মধ্যে বৈষম্য কমাতে ও সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এমন ধরনের উদ্যোগ আশেপাশের এলাকার মানুষের জন্য সব সময় অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সমাজে এমন কিছু মানুষ আছে যারা অসহায় ও দুস্থ আর সবার মত তারা ঈদে আনন্দ করতে পারে না । সমাজের অসহায় মানুষের জন্য এমন ধরনের উদ্যোগ সব সময় নেয়া হলে তাদের সাথে ঈদের খুশির আনন্দ একটু ভাগ করে নেয়া যাবে।
বিতরণ অনুষ্ঠানে আবু তাহের মাদবর বলেন, সব ভেদাভেদ ভুলে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। মাদবর বাড়ির পক্ষে আশেপাশে সবার সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও চেষ্টা করেছি অসহায় ও দুস্থ মানুষের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে। আমি চাইবো সবাই যার যার জায়গা থেকে সাধ্যমত এ ধরনের কাজে এগিয়ে আসুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাজ্বী মমতাজউদ্দিন, নুরু মিয়া, সেলিম চৌধুরী, বাবুল আক্তার, মিছির আলী মাদবর, জাকির হোসেন মাদবর, নুরুল হক, সাকিব, মিলন সহ প্রমুখ।