নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : করোনা ভাইরাস নিয়ে কড়া সতর্কতা। আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারতে সমস্ত সিনেমা ও টিভি ধারাবাহিকের শুটিং বাতিলের সিদ্ধান্ত নিল মুম্বাইয়ের ফিল্ম এবং টেলিভিশন সংগঠন। সরকারি নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসর অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে শুটিং বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৫ মার্চ রবিবারই এই সংগঠনগুলোর পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত সমস্তরকম শুটিং বাতিল করা হয়েছে।
তবে ৩১ মার্চ-এর পর সমস্ত সিনেমা ও ধারাবাহিকগুলির শুটিং আবারো শুরু হবে কিনা তা অবশ্য এখনো স্পষ্ট নয়। এক্ষেত্রে যে ধারাবাহিকগুলোর আগাম শুটিং হয়ে থাকবে বা রয়েছে সেগুলোরই আগামী পর্ব দেখতে পাবেন দর্শকরা। তবে এখনো পর্যন্ত কলকাতায় বাংলা ধারাবাহিক ও সিনেমাগুলির শুটিং বাতিলের কোনো খবর মেলেনি।