নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি ) : করোনা সংকটে নিরবে নিভৃতে অসহায়দের পাশে কাজ করছেন বিধান নীল, খান মোহাম্মদ আল আমিন, অনিক চন্দ্র দে। ইতমধ্যে কর্মহীন হয়ে পড়া মানুষদের কাছে পৌছে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সমাগ্রী। নিয়েছেন নানামুখী কর্মসূচী।
জানা গেছে, একক ও সহযোগী সংগঠন নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ সহ বিভিন্ন মানুষ তাদের এ মহৎ উদ্যোগে বাহবা এর পাশাপাশি সহযোগীতায়ও এগিয়ে এসছেন। করোনার প্রথম দিকে সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন সুরক্ষা সামগ্রী। তাদের ব্যক্তিগত উদ্যোগে পাঁচশত পরিবারকে দিয়েছেন ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ১ টি সাবান, ৩ হালি করে ডিম।
এ বিষয়ে কথা হলে তারা জানায়, প্রতিদিনই বিশেষ কোন পরিবারের কাছে তাদের পক্ষে উপহার পৌছানো হয়েছে। প্রদান করা হয়েছে ব্যক্তিগত সামর্থ অনুযায়ী সম্মলীত ব্যবস্থায় ১০ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা।এতে বাদ পড়েনি শিশুখাদ্য। একশত শিশুকে পৌছে দেয়া হয়েছে দুগ্ধ। তাছাড়া রাস্তার বেওয়ারীশ কুকুরদের জন্য দুই দিন খাবারের ব্যবস্থা করেছে তারা।নিজ এলাকায় ১ দিন ও বিভিন্ন স্থানে বিডি ক্লিনের সহায়তায় ছিটিয়েছে জীবাণুনাশক স্প্রে।
এদিকে আসন্ন ঈদকে ঘিরে বাচ্চাদেরকে ব্যক্তিগত উদ্যোগে কিছু ঈদ উপহার পৌছানোরও উদ্যোগ নিয়ছে তারা।যা খুব শিঘ্রই পৌছে দেয়া হবে বলে জানিয়েছে। তাই তারা বিত্তশালীদেরকেও এভাবে অসহায়দের পাশে থাকার আহ্বান করেছেন।