নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জন। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বিদ্যমান মোট ২১৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১শত ১৫ জন। এ সময়ে সুস্থ ৪৭ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৪ শত ২০ জন। ১০ই মে সোমবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রটি জানায়, ৯ই মে রবিবার সকাল ৮ টা থেকে ১০ই মে সোমবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৩০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ১ জন, বন্দর উপজেলায় ২ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪ জন, রূপগঞ্জ উপজেলায় ৭ জন, নারায়ণগঞ্জ সদর এলাকায় ৩ জন এবং সোনারগাঁ উপজেলায় ৩ জন। নমুনা সংগ্রহ করা হয়নি। এই পর্যন্ত মোট ১ লক্ষ ৬০ হাজার ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৮, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১১১, রূপগঞ্জ উপজেলায় ১৪, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪২, সোনারগাঁও উপজেলায় ৩৭ জন। মোট মৃত্যু ২১৬ জন।