নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিতে মাস্ক, হ্যান্ডওয়াস ও লিফলেট বিতরণ করেছে অরবিট সমাজ কল্যাণ সংস্থা। ২৩ই মার্চ সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জ মিজমিজি বাতানপাড়া (ক্যানেলপাড়) এলাকায় অরবিট সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে ৫ দিন ব্যাপী এ কর্মসূচির প্রথম দিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ পুল, পাইনাদী (নতুন মহল্লা) ও চিটাগাং রোড এলাকায় সড়কের সাধারন পথচারী, দোকান মালিক ও কর্মচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
মাস্ক, হ্যান্ডওয়াস ও লিফলেট বিতরণকালে সাধারণ মানুষদের উদ্দেশ্যে সংগঠনের সভাপতি মো. আবুল কালাম আজাদ রাসেল বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে মহামারী এই সংক্রমণ রোগ থেকে দেশ ও নিজ পরিবারকে বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কোন গুজবে কান না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। করোনা ভাইরাস যেন দেশব্যাপী ছড়িয়ে না পরে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আর আপনারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন এ মহামারী থেকে যেন আমরা সকলে নাজাত পাই।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রওশন আলী, অরবিট সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান খসরু, সহ-সভাপতি মফিজুল হক, সহ-সাধারন সম্পাদক মো. আরিফ হোসেন, মোঃ খলিলুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল, সদস্য নূর মোহাম্মদ, মো. হাসান ও ওমর সানি প্রমুখ।