নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টা হিসেবের রেকর্ডে প্রাণঘাতি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করলেন আরও ৩ জন।এদের মধ্যে এক নারী (৬৫) ও এক পুরুষ (৫৫) যারা উভয়ই রূপগঞ্জ উপজেলার। আরেকজন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, যিনি ২৬ বছরের এক তরুণী। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১১৩। এসময়ে নতুন করে আরও ৪২ জন শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাড়িযেছে ৫ হাজার ২১ জন। রবিবার (২৮ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
সূত্র আরো জানায়, এই পর্যন্ত জেলায় মোট ২৪ হাজার ৩৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৪ ঘন্টা হিসেবে (শনিবার সকাল ৮টা থেকে রবিবার ৮টা পর্যন্ত) একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩২ জনের। তবে সাত দিন ধরেই সুস্থতার সংখ্যা মোট ২ হাজার ৪৭১ জনই বিদ্যমান রয়েছে। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৯৬৫ জন, সদর উপজেলার ৭৫৯ জন, রূপগঞ্জের ১৯২ জন ও আড়াইহাজারের ৩১৫ জন, বন্দরের ৬৬ ও সোনারগাঁয়ের ১৭৪ জন।