নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : মহামারি করোনা ভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন পাকিস্তানের বিখ্যাত ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিল। ১৪ ডিসেম্বর সোমবার করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। পাকিস্তানের খ্যাতিমান আলেম মাওলানা তারিক জামিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাওলানা তারিক জামিল টুইটারে এক পোস্টে এ তথ্য জানান।
তিনি এক টুইটার পোস্টে জানিয়েছেন, গত কয়েক দিন ধরে আমার শরীর ভালো যাচ্ছিল না। পরে কোভিড–১৯ পরীক্ষা করি, সেখানে আমার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। সবার কাছে দোয়া চেয়েছেন প্রখ্যাত এই আলেম।
উল্লেখ্য, ১৯৫৩ সালের ১ জানুয়ারি জন্ম গ্রহণ করেন মাওলানা তারিক জামিল। তিনি পাকিস্তানি ইসলাম প্রচারক, দেওবন্দ পণ্ডিত। এ ছাড়া তাবলিগ জামাত সংগঠনের সদস্য এবং পাকিস্তানের ফয়সালাবাদের একটি মাদ্রাসার পরিচালকও তিনি। ২০১৩–১৪ সালে দ্য মুসলিম ৫০০–এর জনপ্রিয় বক্তা হিসেবে স্থান পেয়েছিলেন পাকিস্তানি এই ইসলামিক স্কলার।