নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান করোনায় আক্রান্ত হয়েছে। আজ ৭ই এপ্রিল বুধবার সকাল ১১টায় গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন তিনি। এদিকে দ্রুত সুস্থতা কামনায় সকলে নিকট দোয়া চেয়েছেন তিনি।
তিনি জানান, গত পরশুদিন সকালে সিকদার মেডিকেল হাসপাতালের পারিবারিক চিকিৎসক আমার বাড়িতে এসে আমার ও আমার সহধর্মিনীর স্যাম্পল পরীক্ষা করার জন্য নিয়ে যায়। ৬ই এপ্রিল মঙ্গলবার বিকালে রিপোর্টে আমার করোনা পজিটিভ আসে ও আমার সহধর্মিনীর নেগেটিভ আসে। বর্তমানে আমি বাসায় আইসোলোশনে আছি। আমার জন্য আপনারা দোয়া করবেন।