করোনাভাইরাস মু‌ক্তি‌তে অয়ন ওসমা‌নের প‌ক্ষে পূর্ব লামাপাড়া যুবসমা‌জের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রি‌পোর্টার ) : বিশ্বজুড়ে মৃত্যুপুরীতে পরিণত হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস থে‌কে দেশবাসী‌র মু‌ক্তি কামনায় নারায়ণগঞ্জ-৪ আস‌নের সাংসদ শামীম ওসমান এর পুত্র এ.কে.এম অয়ন ওসমা‌নের প‌ক্ষে বি‌শেষ দোয়া মাহ‌ফি‌লের আয়োজন ক‌রে‌ছে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার যুবসমাজ। র‌বিবার (২২ মার্চ) বাদ আসর ফতুল্লার কুতুবপুর ইউ‌নিয়‌নের ৯নং ওয়ার্ড পূর্ব লামাপাড়া এলাকার বায়তুল আম্বিয়া জা‌মে মস‌জি‌দে অনু‌ষ্ঠিত এ দোয়া মাহ‌ফি‌লে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি টিপু সুলতান।

আরো উপ‌স্থিত ছি‌লেন, জেলা ছাত্রলী‌গের উপ সাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক মোজা‌ম্মেল ইসলাম সুজন, জেলা ছাত্রলীগ নেতা ফারুক প্রধান, রানা প্রধান, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ক্লিনটন, আকাশ, সোহাগ, কুতুবপুর ইউ‌নিয়‌ন ছাত্রলীগ নেতা রাতুল হাসান।

দোয়া মাহ‌ফি‌লে বর্তমান সময়ে সারা বি‌শ্বে মহামা‌রি আকা‌রে ছ‌ড়ি‌য়ে পরা ক‌রোনা ভাইরাস থে‌কে দেশবাসী সহ সারা বি‌শ্বের মানুষ‌কে রক্ষা কর‌তে মহান আল্লাহর দরবা‌রে বি‌শেষভা‌বে দোয়া কামনা সহ বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এর জন্মশতবা‌র্ষিকী উপল‌ক্ষে জা‌তির জন‌ক ও তার প‌রিবা‌রের সকল শহীদ সদস‌্যদের রু‌হের মাগ‌ফিরাত কামনা এবং বঙ্গবন্ধু কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ  নারায়ণগঞ্জ-৫ আস‌নের বর্তমান সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও তা‌দের প‌রিবা‌রের সকল সদস‌্যদের সুস্বাস্থ্য কামনা ক‌রে দোয়া করা হয়।

এর আগে সং‌ক্ষিপ্ত এক বক্ত‌ব্যে জেলা ছাত্রলীগ সহ সভাপ‌তি টিপু সুলতান সক‌লের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, দেশে করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট সংকট মোকাবেলায় মরনঘাতি এ ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাছাড়া করোনাভাইরাস থে‌কে মু‌ক্তি পে‌তে আল্লাহ তায়ালার কা‌ছে দোয়া প্রার্থনা সহ আতঙ্কিত না হ‌য়ে মানসিকভাবে শক্ত হতে এবং সহযোগিতার মাধ্যমে সক‌লের মা‌ঝে জনসচেতনা তৈরি করতে দেশের জনগনের প্রতি আহ্বান করেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারই স্নেহের ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ জননেতা এ.কে.এম শামীম ওসমান ম‌হোদয় করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নারায়ণগঞ্জের বিভিন্ন মাদ্রাসায় ৫ হাজার ২শত ৭৫ বার কোরআন খতমের ব্যবস্থা করান এবং দোয়া মাহফিল করান। পাশাপা‌শি তারই সু‌যোগ‌্য পুত্র তরুণ প্রজ‌ন্মের অহংকার জনাব এ.কে.এম অয়ন ওসমান এর পক্ষ থে‌কে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলী‌গের সকল ইউ‌নিট বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতি‌রো‌ধে জনস‌চেতনতামূলক কার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছে। তাই করোনা ভাইরাস সম্পর্কে আপনারা নিজে সতর্ক হোন এবং অন্যকে সতর্ক করুন সেই সাথে কেউ কোন গুজবে কান না দি‌য়ে সরকারের গৃহীত পদক্ষেপে সহযোগীতা করুন।

দোয়া মাহ‌ফি‌লে আরো উপ‌স্থিত ছি‌লেন, স্থানীয় এলাকার মুরুব্বী বিশিষ্ট ব‌্যাবসায়ী ও সমাজ‌সেবক মো. শ‌ফিকুল ইসলাম, বায়তুল আম্বিয়া জা‌মে মস‌জি‌দ ক‌মি‌টির সদস‌্য হাজ্বী আব্দুল জ‌লিল, মো. বিল্লাল হো‌সেন সহ দোয়া মাহ‌ফি‌লের আয়োজক মো. আজমত আলী, মো. পার‌ভেজ ঢালী, মো. হা‌নিফ, মো. আমিন ভুইয়া সাগর, মো. র‌ফিক হাওলাদার, মো. ইব্রা‌হিম, মো. সুমন, মো. শামীম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত