কমেছে পিয়াজের ঝাঁঝ, বেড়েছে দাম !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে অন্যতম পিয়াজ। যেকোন তরকারী কিংবা বাজিতে পিয়াজ ছাড়া যেন চলেই না। তবে আগের চেয়ে পিয়াজের ঝাঁঝ তেমন না থাকলেও বেড়েছে দাম। এমনটাই বলছেন ক্রেতারা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পিয়াজের দাম বেড়েছে ১০ টাকা। আবার কিছু কিছু জায়গায় বেড়েছে ২০ টাকা।

পিয়াজের এমন দাম বাড়াতে বিপাকে পড়ছে নারায়ণগঞ্জবাসী। তবে এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন পিয়াজের আমদানী কম, তাই দাম বাড়ছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দ্বিগু বাবুর বাজারে অনুসন্ধানে জানা যায় এসব তথ্য। প্রতি কেজি ইন্ডিয়ান পিয়াজ বিক্রি হচ্ছে ৩৬ টাকায়, যার দাম গত সপ্তাহে ছিল ২০-২৮ টাকা। দেশী পিয়াজ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়, যা গত সপ্তাহে ৩০-৩৬ টাকায় বিক্রি হয়েছে।

কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা অভিযোগ করে বলেন, পিয়াজে আর আগের মত ঝাঁঝ পাওয়া যায়না। কিন্তু দামের দিক থেকে কোন ছঅড় নেই। বরং এবার এক সপ্তাহে পিয়াজের দাম বাড়ানো হয়েছে। এমন দাম বাড়তে থাকলে তো আর পিয়াজ কেনা মুশকিল। কিন্তু তরাকারি থেকে ডিম ভাজায় পর্যন্ত পিয়াজ যে লাগে !

পিয়াজের এমন দাম বাড়ার প্রসঙ্গে কথা হয় বিভিন্ন আড়তের ও দোকনের কর্মচারীদের সাথে। এসময় এক আড়তের কর্মচারী হাদি জানান, পয়িাজের আমদানী অনেকটাই কম এখন। যার কারণেএক সপ্তাহ আগে যে দেশী পিয়াজ কেজি প্রতি ৩৫-৩৬ টাকা ছিল তা এখন ৪০ টাকায় এসেছে। দেশী পিয়াজ পাল্লা ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্য এক কর্মচারী রফিক বলেন, নতুন পিয়াজ আর আনা হচ্ছে না আপাতত। আর মজুদকৃত পিয়াজ রয়েছে কম। তাই চাহিদা আর মজুদের হিসাবে পিয়াজের দাম বেড়েছে। আমদানি বাড়লে দাম কমবে। দাম বাড়াতে তৈরী হচ্ছে এ অস্বস্তিকর পরিস্থিতি। এ পরিস্থিতির অবসান ঘটাতে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী করছে নগরবাসী।

add-content

আরও খবর

পঠিত