কমর আলীকে হারিয়ে বিশাল জয় পেল না.গঞ্জের আদর্শ স্কুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ণনীপ ২০২১-২২ এর নারায়ণগঞ্জ জেলার খেলা শুরু হয়েছে। ৫ই এপ্রিল মঙ্গলবার থেকে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক জাতীয় ক্রিকেট খেলায় বিশাল জয় পেল নারায়ণগঞ্জের আদর্শ স্কুলটার মো. জাহাঙ্গীর আলম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কার্যকরী সদস্য ডা.রাকিবুল ইসলাম শ্যামল, মাহবুব হোসেন বিজন, ডিষ্ট্রিক কোচ জিয়াউর হক জিয়া সহ প্রমুখ। জেলার ৮টি স্কুলকে নিয়ে দুই গ্রুপে এ প্রতিযোগিতা চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। ২০শে এপ্রিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এদিকে, উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে নারায়ণগঞ্জের আদর্শ স্কুল। কমর আলী হাই স্কুল এন্ড কলেজকে তারা ৯ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে কমর আলী হাইস্কুল ২৬ ওভারেই অলআউট হয়ে যায়। আদর্শ স্কুলের স্পিনার শাহরিয়ার আলম মুন্নার মারাত্মক বোলিংএ ধরাশায়ী হয় কমর আলী স্কুলের ছেলেরা। তারা ৬২ রানে অল আউট হয়। ওপেনার সাঈদ চৌধুরী করেন ২৬ রান। সুব্রত কুমার মোহান্ত পান ৩ উইকেট। সায়মন পান ২ উইকেট। আদর্শ স্কুলর ৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৬৩ রান তুলে জিতে নেয় ম্যাচ। শাওন শেখ ২৩ রানে আউট হন। জিহান ১৭ রান এবং মুন্না ১৫ রানে অপরাজিত থাকেন।

add-content

আরও খবর

পঠিত