নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : অগ্রহায়ণের শেষে দিন ও রাতের তাপমাত্রা কমছেই। বাড়ছে শীতের প্রকোপ। আগামী তিনদিন সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১০ই ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। এছাড়া দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ১৩ ডিগ্রি সেলসিয়াস। এসময়ে ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. আরিফ হাসান জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
সুত্র : জাগো নিউজ।