নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ৩০ই জুলাই শুক্রবার বিকালে উপজেলার উজান গোপিন্দী বড় বিনারচর কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। ককটেল উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দল বোম্ব ডিস্পোজাল ইউনিট।
এর আগে সকালে কবরস্থানে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পায় কবরস্থানের খাদেম চান শরীফ। পরে পুলিশে খবর দিলে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।
খাদেম চান শরীফ জানান, সকালে কবরস্থান পরিষ্কার করার সময় রেইনকোটে মোড়ানো পলিথিন দেখতে পাই। পরে পলিথিনের ভেতরে বোমার মত বস্তু দেখে পুলিশে খবর দেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে জানার পর পুলিশ স্থানটি ঘিরে রাখে। পরে বোমা নিস্ক্রিয় ইউনিট এসে ছয়টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে।