কবরস্থানের জমি রক্ষার দাবিতে রূপগঞ্জে অবরোধ ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে কবরস্থানের জমি রক্ষার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রায় ৩ঘন্টা ব্যাপী অবরোধের ফলে রুপসী-কাঞ্চন সড়কে চলাচলরত মালবাহী যানবাহন আটকা পড়ে। মঙ্গলবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে এলাকাবাসী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ উপজেলার গর্ন্ধবপুর এলাকার আটানী মসজিদের কবরস্থানের জন্য বরাদ্দকৃত ১০১ শতাংশ জমি ক্রয় না করেই বেশকিছুদিন ধরে জমিটি দখল করার পায়তারা করে আসছিল। মঙ্গলবার সকালে ওয়াসা কর্তৃপক্ষ কবরস্থান দখল করে জমিতে পানি শোধনাগারের কাজ চালাতে গেলে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে বাঁধা প্রদান করে। এসময় এলাকাবাসী ওয়াসা কোম্পানীর পিডি মাহামুদুল হাসানকে ধাওয়া করেন। এক পর্যায়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে করে রূপসী কাঞ্চন সড়কে দীর্ঘ  যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। এসময় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, আটানী মসজিদ কমিটির সভাপতি শাহীন, তারেক ভুইয়া প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জান দিবো তবুও কবরস্থান দখল করতে দিবো না। এসময় রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বিক্ষুব্ধদের সঠিক সমাধানের আশ^াস দেন। আগামী রোববার প্রশাসনের মাধ্যমে এলাকাবাসী ও ওয়াসা কর্তৃপক্ষকে একত্রে বসিয়ে সুষ্ঠু সমাধান করে দেওয়া হবে বলে আশ্বস্থ করেন ওসি। এ ব্যাপারে ওয়াসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।

add-content

আরও খবর

পঠিত