কদম রসুল দরগাহ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের কদম রসুল দরগাহ কমিটি নিয়ে এখনও উত্তেজনা বিরাজ করছে। সাধারণ সম্পাদক নিলু ও সদস্য রনি পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। উভয় পক্ষের ৯ জন আহত হয়। আহতরা হলো রাজু, নিলু, হিমেল, রুবেল, বিপু, রনি, সনি, রাব্বি ও হেলাল আহত হয়। গত ৫ মার্চ শনিবার বিকালে কদম রসুল দরগাহ কমিটির সভায় কমিটি গঠন নিয়ে পদ বিভাজ নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কমদ রসুল দরগাহ কমিটির সভাপতি হাসান মিয়া, শনিবার বিকালে দরগাহ কমিটি গঠন নিয়ে সভা হয়। সভায় গোলাম রসুল রনি কমিটির কোষাদক্ষের পদ দাবি করেন। আমরা তাকে নির্বাচন করে পদ নেয়ার কথা বলেলে সে ক্ষিপ্ত হয়ে সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম নিলুকে চর থাপ্পর ও আমাকে টেনে বের করে দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে কমিটির সকলে ক্ষিপ্ত হয়ে উঠলে রনি তার ভাইদের এনে আমাদের উপর হামলা করে। পরে ইটপাটকেল নিক্ষের ঘটনায় আহতের ঘটনা ঘটে। সাধারণ সম্পাদক নিলু বলেন, রনি অগণতান্ত্রিক ভাবে জোর পূর্বক কোষাদক্ষের পদ দাবি করে। এ নিয়ে উত্তেজনা শুরু হয়। তারাই আমাদের উপর হামলা চালিয়েছে এবং তাদের এলাপাথারি ছোঁড়া ইটের আঘাতে তারা আহত হয়। সেই সাথে আমিসহ আমাদের ৫ জন আহত। এ ব্যাপারে গোলাম রসুল রনি বলেন, হাসান মিয়া ও নিলু মিয়া প্রবীন দের বাদ দিয়ে নিজেদের ইচ্ছা মতো কমিটি গঠন করতে চাইলে আমি বাধা দেই। এ সময় আমি প্রবীনদের সন্মান দিয়ে তাদের কমিটিতে রাখার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা করে আমাদের ৪ জনকে আহত করে।

ঐতিহ্যবাহী কদম রসুল দরগাহ কমিটি গঠন নিয়ে এখনও উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত