ওয়ারেন্টের পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ২টি পৃথক সাজা ওয়ারেন্টের পলাতক আসামী ওমায়ের আহম্মেদ সুমন (২৯) নামে যুবক গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। ১৭ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকার যাত্রাবাড়ী থানাধীন নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ওই আসামীকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে নগদ টাকা এবং ৩টি মোবাইল জব্দ করে র‌্যাব।

১৮ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী ওমায়ের আহম্মেদ সুমন একজন প্রতারক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ২০১৯ সাল থেকেই পলাতক অবস্থায় ছিল। সেই আসামীর নামে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পৃথক ২টি এনআই এক্টের মামলা রয়েছে, একটিতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২০ লক্ষ ৯১ হাজার টাকা এবং অপরটিতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ কোটি ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব এর ওই কর্মকর্তা।

add-content

আরও খবর

পঠিত