ওয়াজ শুনে ইসলাম গ্রহণ হিন্দু পরিবারের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে পটুয়াখালীতে একই পরিবারের তিন সদস্য। রোববার (২১ এপ্রিল) দুপুরে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দিনের আদালতে দুজন আনুষ্ঠানিক ভাবে নোটারি পাবলিকের মাধ্যমে নাম ও ধর্ম পরিবর্তন করেন।

এরা হলেন, পটুয়াখালীর সদর উপজেলার টাউন বহাল গাছিয়া এলাকার বাসিন্দা বর্তমান নাম মো. ফুয়াদ হাসান পূর্বের নাম শ্যামল চন্দ্র শীল (২৭) ও মোসা. জান্নাত আরা পূর্বের নাম রীতা রানী (২৪) ও তাদের শিশু সন্তান মোহাম্মদ গনি (২) পূর্বের প্রিতম চন্দ্র শীল।

জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮ টায় টাউন বহাল গাছিয়াস্থ গাজী বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা মনোয়ার হোসাইন হুমাঈদীর মাধ্যমে কালেমা পাঠ করে মুসলিম ধর্ম গ্রহণ করে।

মো. ফুয়াদ হাসান জানান, বিভিন্ন সময় ওয়াজ মাহফিল শুনে শান্তির ধর্ম ইসলামের দিকে আকৃষ্ট হয়েছেন তিনি।

এ্যাড. মো. শওকাত হোসেন মৃধা জানান, একই পরিবারের তিনজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এদের মধ্যে দুজনের আবেদন গ্রহণ করেছে আদালত। অপ্রাপ্ত বয়স্ক শিশুটি পরিবারের সঙ্গে ইসলাম ধর্মের অনুসারী হলে তাতে কোন সমস্যা নেই। তারা সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

add-content

আরও খবর

পঠিত