ওয়াকওয়েতে প্রায়ই ঘটছে অপরাধ কর্মকান্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় এবার দিনমজুরকে কুপিয়ে আহত করলো ছিনতাইকারীরা। রবিবার ১২ ফেব্রুয়ারী ফতুল্লার হামিদ ফ্যাশন সংলগ্ন বুড়ীগঙ্গা নদী বেষ্টিত ওয়াকওয়ে ব্রীজের উপর এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ধারালো ছুরির আঘাতে দিন মজুর রফিক (৪৫) গুরুতর আহত হয়। এ সময় ছিনতাইকারীদের আশে পাশের লোকজন ধাওয়া দিলে পালিয়ে যায়।

ছিনতাইকারীদের কবলে পড়া দিনমজুর রফিক জানান, সে ফতুল্লার দাপা এলাকায় অবস্থিত বালুরঘাটে দিনমজুরের কাজ করে। দুপুরে সংঘবদ্ধ ছিনতাইকারীদল ফতুল্লার হামিদ ফ্যাশন সংলগ্ন ওয়াকওয়ে ব্রীজের সামনে তার গলায় ধারালো ছোড়া ধরে সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারী দলের সদস্যরা তার কাছে কিছু না পেয়ে হাতে থাকা ধারালো ছোড়া দিয়ে এলোপাতারীভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিঁয়ে গুরুতর জখম করে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সংঘবদ্ধ ছিনতাইকারীদলের সদস্যরা পালিয়ে যায়। পরে স্থাণীয়রা দিন মজুর রফিককে উদ্ধার করে নারায়ণগঞ্জ খাঁনপুরস্থ ৩শত শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করেন।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার সুমন  জানান, ফতুল্লায় ছিনতাইয়ের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ফতুল্লার বুড়ীগঙ্গা নদী বেষ্টিত ওয়াকওয়ে ব্রীজের সামনে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া ফতুল্লা মডেল থানার সোর্স জাফর ওয়াকওয়ে ব্রীজের সামনে তিন তাসের জুয়ার বোর্ড বসিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। উক্ত জুয়া এবং ছিনতাইকারীদের অভায়রান্যে ওয়াকওয়ে ব্রীজটি পরিনত হওয়ায় চিত্তবিনোদনের জন্য সাধারন মানুষ এখন আর সেখানে নিরাপত্তাজনিত বিষয়টি বিবেচনা করে যাচ্ছে না।

add-content

আরও খবর

পঠিত