নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন,“ওসমান পরিবারের দাপটে নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল৷ গত ১৫ বছরে এ নারায়ণগঞ্জে যা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে একটি ঘৃণিত অধ্যায়৷ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে ওসমান পরিবারের লোকেরা হত্যা করেছিল৷ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সেভেন মার্ডারের ঘটনা ঘটিয়েছিল৷ তারা খেলা হবে হুঙ্কার দিয়েছিল৷ কিন্তু খেলা শুরুর আগে খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়েছে৷”
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বঙ্গবন্ধু সড়কের উপর দলটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ত্রাসের রাজত্বে অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ চালিয়েছিল ত্বকীর বাবা রফিউর রাব্বি৷ ত্বকী হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ত্রাসের বিরুদ্ধে একটি লড়াই ও সংগ্রামের প্রেরণা ছিল৷
বিএনপির তৃণমূলের কিছু নেতা-কর্মী অতি উৎসাহী হয়ে বাড়াবাড়ি করছে’ বলে অভিযোগ করে তাদের উদ্যেশ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, “সেনা শাসন ডাইকা আইনেন না৷ কোথাকার আগুন কোথায় যায়, কোন ঘটনায় কী হয়, সেটি কিন্তু বলা যায় না৷ এই কথা পাবলিকালি আমরা বলতে চাই না৷ কিন্তু বলা ছাড়া তো গতি নাই৷
আওয়ামী লীগ শাসনের পতন হলেও ‘দখলদারি’ বন্ধ হয়নি ‘শুধু হাতবদল হয়েছে’ বলেও মন্তব্য করেন ডাকসুর সাবেক ভিপি৷
তিনি বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের বাড়াবাড়ি কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি৷ পুরোনো ব্যর্থতার জঞ্জাল অপসারণে নতুন রাজনীতির কোনো বিকল্প নাই ৷
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে নুরুল বলেন, বাড়াবাড়ি বন্ধ করুন৷ বিশেষ করে পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপির সাথে আমাদের রাজপথে আন্দোলন, সংগ্রামের একটা সম্পর্ক৷ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্ব ও সহনশীলতার সাথে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে৷ কিন্তু বিএনপির তৃণমূলের কিছু নেতা-কর্মীরা অতিউৎসাহী হয়ে উঠেছে৷ এ যুগপৎ আন্দোলন-সংগ্রামে যারা ছিল তাদের সাথেও তারা ঝামেলার সৃষ্টি করছে৷
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রক্তচক্ষুকে আমরা ভয় করি নাই, সুতরাং আমাদের ভয় দেখাবেন না৷ ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিবেন না৷ কোনো রাজনৈতিক দল যদি ভেবে থাকেন, আমরা একাই একশো, ক্ষমতায় চলে এসেছি৷ এত সোজা না, ক্ষমতা বহু দূরে।
রাষ্ট্র সংস্কারে অন্তর্র্বতী সরকাকে যত সময় লাগে দেবেন বলেও জানান গণঅধিকার পরিষদের সভাপতি৷
তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকার ক্ষমতায় আছে৷ দেশের যা পরিস্থিতি তাতে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং নির্বাচনে যেতে হয়তো তাদের দুই বছরের মতো সময় লাগতে পারে৷ আমরা বলেছি, দুই বছর, এক বছর কিংবা তিন বছর লাগুক রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশের গন্তব্যে যেতে যে কয় বছর লাগে সে কয় বছর সময় দেবো।
শেখ হাসিনার ফ্যাসিবাদ, অত্যাচার, নির্যাতন আমরা ১৬ বছর সহ্য করেছি৷ কাজেই অন্তর্র্বতীকালীন সরকার যদি এই ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বদলাতে দুই-এক বছর নিলে আমরা সহ্য করতে পারবো, যোগ করেন এ রাজনীতিক৷
তবে অন্তর্র্বতীকালীন সরকারকেও সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি৷
নুরুল বলেন, জনরোষ ও জনক্ষোভ যেন তাদের বিরুদ্ধে তৈরি না হয়৷ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারলে, মানুষের ভোগান্তি নিরসন করতে না পারলে জনগণও ফুঁসে উঠতে পারে ৷
সকল দল ও মানুষকে সাথে অন্তর্ভূক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান এ নেতা৷
তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সে পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য তারুণ্যের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ কাজ করছে ৷
নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানও এ সময় বক্তব্য রাখেন।