নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ২২ জুলাই শুক্রবার বিপুল আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে অনুর্ধ-১২ কার্ণিভাল ক্রিকেট। মূলতঃ ক্রিকেট খেলায় উদ্বুদ্ধকরণের এ প্রতিযোগিতায় খেলার জন্য প্রায় ১০০ জন খেলোয়াড় বাছাইয়ে অংশ নেয়। এদের মধ্য থেকে ৩২ জন খেলোয়াড়কে চুড়ান্তভাবে কার্ড দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের অভিভাবকদের আগ্রহ ছিল চোখে পড়ার মত। ছুটির দিনটি তারা বেশ মজা করে কাটিয়েছেন। ক্ষুদে খেলোয়াড়দের এ প্রতিযোগিতার জন্য জেলা ক্রীড়া সংস্থা জাতীয় দলের সাবেক ৪ জন খেলোয়াড়ের নামে দল গঠন করে দেয়। টিম জাহাঙ্গীর আলম, টিম শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, টিম জাকারিয়া ইমতিয়াজ এবং টিম মাজহারুল ইসলাম চৌধুরী মৃদুল নামে এত অংশ নেয় খেলোয়াড়েরা।
প্রতিযোগিতায় শেষ হাসি হেসেছে জাহাঙ্গীর আলমের দল। তারা ৫৭ রানে জাকারিয়া ইমতিয়াজের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব লাভ করে। সকালে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের মি:শহীদ, সাবেক ক্রিকেটার মি: মনির ও মি: আশফাক। বিকালে প্রতিযোগিতা শেষে ৩২ জন খেলোয়াড়কে সনদ তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম ইসমাইল বাবুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য জাহাঙ্গীর আলম, ফিরোজ মাহমুদ সামা জেলার ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া, ক্রিকেট কোচ জলিসুর রহিম প্রমুখ।
প্রতিযোগিতায় সেরা ব্যাটসম্যান জিসান আলম, সেরা বোলার সাজিদুর রহমান এবং সেরা ফিল্ডারের মেডেল পান আল ইসলাম সাকিব।