ওসমানী পৌর স্টেডিয়ামে সাব-জুনিয়র ও জুনিয়র বাছাই দাবা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ দাবা ফেডারেশনের ৩৭ তম জাতীয় সাব-জুনিয়র (অনুর্ধ-১৬) ও ৩৮ তম জাতীয় জুনিয়র ( অনুর্ধ-২০ ) ওপেন ও বালিকা  দাবা চ্যাম্পিয়ণশিপ-এ  অংশগ্রহনের লক্ষ্যে, ওসমানী পৌর স্টেডিয়ামের সভাকক্ষে  জেলা সাব-জুনিয়র ও জুনিয়র বাছাই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সাব-জুনিয়র অনুর্ধ-১৬ ও জুনিয়র অনুর্ধ-২০ এর ওপেন – এ সাদনান হাসান দিহান অপরাজিত চ্যাম্পিয়ন , মনন  রেজা নীড় রানার আপ এবং দিবাকর দিব্য তৃতীয় হয়েছেন। বালিকা বিভাগে মোছা. তানজিনা আক্তার (চম্পা) অপরাজিত চ্যাম্পিয়ন , আয়শা আক্তার রানার আপ এবং ফাতেমা হাসান দিয়া তৃতীয় হয়েছেন।

জনিয়র অনুর্ধ-২০ এর বালিকা বিভাগে মোছা. ঝরনা বেগম অপরাজিত চ্যাম্পিয়ন , মোছা. তানজিনা আক্তার (চম্পা) রানার আপ এবং ফাতেমা হাসান দিয়া তৃতীয় হয়েছেন। ঢাকায় সাব-জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ ২৮ এপ্রিল থেকে ৪ মে এবং জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ ৫ হতে ১২ মে পর্যন্ত অনুষ্ঠিত খেলায় অংশ নিবে জেলার দাবাড়–রা।

add-content

আরও খবর

পঠিত